জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগে শুল্ক ১৫%

কয়েক মাস ধরে আলোচনার পর অবশেষে জাপানের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই চুক্তির আওতায় জাপানের রফতানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। মঙ্গলবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিক্কেই এশিয়া।
একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের বাজারে সাড়ে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করবে জাপান। এই বিনিয়োগ থেকে লভ্যাংশের ৯০ শতাংশই পাবে টোকিও। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প আরও জানান, এই বাণিজ্য চুক্তির ফলে যুক্তরাষ্ট্র থেকে গাড়ি, চাল ও কৃষিজাত বিভিন্ন পণ্য সহজেই জাপানে রফতানি করা যাবে। এতে নতুন করে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
এর আগে জাপানের রফতানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। গেল বছর জাপান যুক্তরাষ্ট্রে প্রায় ১৪৮ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে।