| ২৩ জুলাই ২০২৫
শিরোনাম:

কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে :- আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান ‎

কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে :- আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান  ‎

আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান বলেন, আল কোরআন মানবজাতির শ্রেষ্ঠ গন্থ। কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে। দুর্নীতির জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। দুর্নীতবাজের অস্তিত্বও দেশে থাকতে দেব না।

‎‎মঙ্গলবার (২২ জুলাই) বিকেল তিনটার দিকে ঈশ্বরদীর টেক্সটাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে ঢাকায় যাওয়ার পথে হার্ট এ্যাটাকে মৃত্যুবরণকারী জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন যেখানে দুর্নীতি সেখানেই প্রতিবাদ করা হবে। যতদিন দেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। পিছনের জালিম ও সামনের জালিম যতই শক্তিশালী হোক জামায়াত তারচেয়েও বেশি শক্তিশালী হবে। এই সংগঠন কোন জালিমের ভয় করেনা।

‎‎অনিয়ম- দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে লড়তে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলে তিনি বলেন, লড়াই করতে আপনারা তৈরি আছেন তো। এটা চলমান থাকবে। আমি সেদিন মঞ্চ থেকে পরে গিয়েছিলাম। আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আমি যেন দৌড়ের থেকে দুনিয়ার জীবন শেষ করে শহীদ হিসেবে কবুল করেন। আমাদের জন্য দোয়া করবেন। জাতির কল্যাণ চিন্তা করার তৌফিক দান করুন।

‎‎ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের স্বরণ করে তিনি বলেন, একটি মেসেজ নিয়ে আসছি সেটা হলো ২৭ জন নিহত, এটা বিশ্বাস করি না। এর চেয়ে বেশি সংখ্যা হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী করুক। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা সংগঠন হিসেবে সর্বাত্মক সহযোগীতা অব্যাহত থাকবে। অর্থ রক্ত যা যা লাগবে আমাদের সহকর্মীরা দিবে।

‎ঢাকায় যাওয়ার পথে আমাদের দলের একনিষ্ঠ কর্মী মোস্তাফিজুর রহমান কলম অদেখা কলম আমাদের হাতে দিয়ে গেছেন। তাদের সন্তানরা যেন আগের চেয়ে ভালো থাকে। জামায়াত তার পরিবারের সব দায়িত্ব নিয়েছে। পরিশেষে এই আগামী নির্বাচনে আমার পাশে দাঁড়িয়ে আছেন আবু (তালেব মন্ডল) কে সব দিক দিয়েই আপনারা সহযোগীতা করবেন।

‎এর আগে সকালে খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমীর আবু সাঈদের কবর যিয়ারত করে হেলিকপ্টার যোগে পাবনার ঈশ্বরদীর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর চর মিরকামারীর কবরস্থানের কবর জিয়ারত করেন। এরপর মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়াও গতকাল মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

‎এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সাবেক মাওলানা আব্দুর রহিম, নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, সেক্রেটারি আব্দুল গাফ্ফার খান, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ, এসএম সোহেল, জেলা সুরা কর্ম পরিষদ সদস্য মাওলানা জুবায়ের হোসেন, বেড়া উপজেলা জামায়াতে আমীর মাওলানা আতাউর রহমান, পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ সহ অন্যান্য নেতাকর্মীরা।

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের তিন ধাপ অগ্রগতি

কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে :- আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান  ‎

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সদ্য প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, গত বছরের ৯৭তম অবস্থান থেকে উন্নতি পেয়ে এবার ৯৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশের পাসপোর্ট।

২০২৪ সালে বাংলাদেশের নাগরিকরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এক বছরে এই উন্নতি বাংলাদেশের ভিসামুক্ত ভ্রমণ সুবিধার ইতিবাচক অগ্রগতি নির্দেশ করে।

তালিকার শীর্ষে এবারও রয়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর, যাদের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
তৃতীয় অবস্থানে আছে ইউরোপের সাত দেশ— ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন।
অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন আছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড, গ্রিস ও সুইজারল্যান্ড। এছাড়া, যুক্তরাজ্য আছে ষষ্ঠ আর যুক্তরাষ্ট্র অবস্থান করছে ১০ম স্থানে।

সিএমএইচে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের খোঁজ নিলেন নৌ উপদেষ্টা

কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে :- আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান  ‎

নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বুধবার (২৩ জুলাই) সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন করেছেন। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসার সর্বশেষ অবস্থা খোঁজ নেন।

দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, দগ্ধদের চিকিৎসায় কোনো ধরনের ঘাটতি রাখা যাবে না। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিতে নির্দেশ দেন তিনি।

এছাড়া, জুলাই মাসে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের অবস্থাও প্রত্যক্ষ করেন উপদেষ্টা। আহতদের দ্রুত সুস্থতা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

ড. সাখাওয়াত হোসেন বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স এনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আশ্বাস দেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

এ সময় সিএমএইচ-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

৩৫% পাল্টা শুল্ক ইস্যুতে তৃতীয় দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে সময় চেয়েছে বাংলাদেশ

কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে :- আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান  ‎

বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর আরোপিত ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত নিয়ে তৃতীয় দফা আলোচনার জন্য নির্দিষ্টভাবে আগামী রবিবার (২৭ জুলাই) সময় চেয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ইউএসটিআর (USTR) এর কাছে চিঠি পাঠিয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্মতি পেলে আলোচনায় অংশ নিতে প্রস্তুত থাকবে। নির্ধারিত দিনে সময় না দিলে, বিকল্প দিনেও আলোচনা হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, ইউএসটিআর থেকে চূড়ান্ত বৈঠকের সময় চাওয়া হয়েছে এবং বাংলাদেশ তাদের প্রস্তাবিত চুক্তির খসড়ার আলোকে অবস্থানপত্রও পাঠিয়েছে।

এর আগে ৮ জুলাই যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫% পাল্টা শুল্ক আরোপ করে একাধিক চুক্তির খসড়া পাঠায়। তৃতীয় দফার আলোচনার জন্য ২১ জুলাই বাংলাদেশ প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র যাওয়ার কথা থাকলেও ইউএসটিআর কর্মকর্তারা ব্যস্ত থাকায় তা স্থগিত হয়।

এবারের আলোচনায় বাণিজ্য উপদেষ্টার পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ, বাণিজ্য সচিবসহ অতিরিক্ত সদস্য থাকবেন, যাতে দরকষাকষিতে কোনো ঘাটতি না থাকে।

×