| ২৩ জুলাই ২০২৫
শিরোনাম:

উত্তরায় বিমান দুর্ঘটনা আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা থাকবে বিমান বাহিনী প্রধান

উত্তরায় বিমান দুর্ঘটনা আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা থাকবে বিমান বাহিনী প্রধান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ বিমান বাহিনী। আহতদের সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত বাহিনীর সহযোগিতা চলবে বলে জানিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

মঙ্গলবার (২২ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “তথ্য লুকানোর কোনো সুযোগ নেই। কার কাছ থেকে লুকাব? সবাই আমাদের দেশের মানুষ। দুর্ঘটনার সব আপডেট আমরা আইএসপিআরের মাধ্যমে জনগণকে জানিয়ে দিচ্ছি।”

তিনি আরও বলেন, “বিমান বাহিনী ইঞ্জিন বা প্রযুক্তি নিয়ে কোনো আপস করে না। প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা নিয়ে সামাজিকমাধ্যমে নানা গুজব ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। গুজবে কান না দিয়ে সত্যিকারের তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানাই।”

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। নিহতদের মধ্যে পাইলট ও এক শিক্ষিকা ছাড়া বাকিরা সবাই স্কুলের শিক্ষার্থী। আহত অবস্থায় অনেকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মাইলস্টোন ট্র্যাজেডি দগ্ধ শিশুদের নিয়ে শারমিন আঁখির পরামর্শে কাঁপছে শোবিজ

উত্তরায় বিমান দুর্ঘটনা আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা থাকবে বিমান বাহিনী প্রধান

মুহূর্তটি ছিল স্কুল ছুটির, কিন্তু সেই ছুটিই যেন চিরতরে জীবন থেকে ছুটি নিয়ে নিলো একঝাঁক কোমলমতি শিশু। সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু প্রাণহানি ও দগ্ধ হওয়ার ঘটনা ঘটে, যা পুরো দেশকে শোক আর স্তব্ধতার মধ্যে ফেলে দিয়েছে।

এই ট্র্যাজেডিতে দেশের সাধারণ মানুষের মতো শোবিজ অঙ্গনের তারকারাও শোকাহত। কেউ শোকবার্তা দিচ্ছেন, কেউ আবার দগ্ধদের জন্য সহায়তা ও গুরুত্বপূর্ণ পরামর্শ শেয়ার করছেন। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী শারমিন আঁখি, যিনি নিজেও ২০২৩ সালের জানুয়ারিতে শুটিং স্পটে অগ্নিকাণ্ডের শিকার হয়েছিলেন। সেবার তাঁর শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি, তবে এখনও বয়ে বেড়াচ্ছেন আগুনের ক্ষত আর মানসিক যন্ত্রণা।

মাইলস্টোন ট্র্যাজেডিতে অগ্নিদগ্ধ শিশুদের কথা ভেবে নিজের তিক্ত অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আঁখি। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আগামী এক সপ্তাহ দগ্ধ শিশুদের কাছে যত কম ভিজিটর যাবে, ততই ভালো। পোড়ার পর সবচেয়ে বড় শত্রু ইনফেকশন। মানুষের চামড়া জার্ম প্রতিরোধ করে, কিন্তু পোড়া স্থানে সেই প্রটেকশন থাকে না। বেশিরভাগ দগ্ধ রোগী পোড়ায় নয়, ইনফেকশনে মারা যায়।’

তিনি আরও লিখেছেন, ‘চামড়া পোড়ার ব্যথার সঙ্গে কোনো ব্যথার তুলনা চলে না। নতুন চামড়া তৈরি হলে সেই জায়গার ড্রেসিং হয়, যা অসহনীয় যন্ত্রণা দেয়। তাই শিশুদের দেখতে গিয়ে অযথা ভিড় না করে চিকিৎসকদের নির্দেশনা মেনে চলাই ভালো।’

শারমিন আঁখি বলেন, ‘দগ্ধ শিশুরা এখন শারীরিক যন্ত্রণার মধ্যে আছে, কিছুদিন পর শুরু হবে মানসিক ট্রমা। এজন্য হাসপাতাল থেকে ফিরে প্রতিটি শিশুর মনঃসামাজিক চিকিৎসা প্রয়োজন। শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ।’

শোবিজ অঙ্গনের তারকারা ও সাধারণ মানুষ শারমিন আঁখির এই বাস্তব অভিজ্ঞতাপূর্ণ পরামর্শকে গুরুত্বপূর্ণ হিসেবে নিচ্ছেন। দগ্ধ শিশুদের বাঁচাতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছেন অনেকে।

মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বাংলাদেশে আসছে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দল

উত্তরায় বিমান দুর্ঘটনা আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা থাকবে বিমান বাহিনী প্রধান

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ নার্স এবং অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে ভারত। নিহতদের প্রতি শোক প্রকাশ করে এবং অগ্নিদগ্ধদের উন্নত চিকিৎসার আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশন জানিয়েছে, মোদির ঘোষণা অনুযায়ী চিকিৎসক ও নার্সদের একটি বিশেষ দল শিগগিরই বাংলাদেশে পৌঁছাবে। বুধবার (২৩ জুলাই) হাই কমিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, গত ২১ জুলাই ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক জানিয়েছেন এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছেন।

ভারত থেকে আগত এই বিশেষজ্ঞ চিকিৎসক দল আহতদের চিকিৎসা মূল্যায়ন করবেন এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেয়ার সুপারিশও করতে পারেন। আহতদের অবস্থা বিবেচনা করে প্রয়োজনে আরও বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের দল পাঠানো হতে পারে বলেও জানানো হয়েছে।

এর আগে, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তার বিষয়ে প্রয়োজনীয় তথ্য চেয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন। চিঠিতে আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিতে ভারতের সম্ভাব্য সবধরনের সহযোগিতার কথা উল্লেখ করা হয়।

জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি চূড়ান্ত ৫৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগে শুল্ক ১৫%

উত্তরায় বিমান দুর্ঘটনা আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা থাকবে বিমান বাহিনী প্রধান

কয়েক মাস ধরে আলোচনার পর অবশেষে জাপানের সঙ্গে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই চুক্তির আওতায় জাপানের রফতানিকৃত পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক আরোপ করবে ওয়াশিংটন। মঙ্গলবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিক্কেই এশিয়া।

একইসঙ্গে, যুক্তরাষ্ট্রের বাজারে সাড়ে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ করবে জাপান। এই বিনিয়োগ থেকে লভ্যাংশের ৯০ শতাংশই পাবে টোকিও। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প আরও জানান, এই বাণিজ্য চুক্তির ফলে যুক্তরাষ্ট্র থেকে গাড়ি, চাল ও কৃষিজাত বিভিন্ন পণ্য সহজেই জাপানে রফতানি করা যাবে। এতে নতুন করে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

এর আগে জাপানের রফতানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। গেল বছর জাপান যুক্তরাষ্ট্রে প্রায় ১৪৮ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করেছে।

×