ড. ইউনূসকে ঘিরে সরকার উসকানি দিচ্ছে: নুরুল হক নুর

নুরুল হক নুর : ছবি-সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অর্থনীতিবিদ হলেও অর্থনীতিতে নয়, শান্তিতে নোবেল পেয়েছেন। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রেখেই তিনি সম্মাননা লাভ করেন।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে নুর বলেন, “সরকার ও আওয়ামী লীগ চায় উসকানি দিয়ে ড. ইউনূসের ইমেজ ক্ষুণ্ণ করতে এবং দেশের ভাবমূর্তিও নষ্ট করতে।”
গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে ছাত্রলীগ বা আওয়ামী লীগের পাঁচ কর্মীর মৃত্যুর প্রসঙ্গ টেনে নুর বলেন, “শান্তিতে নোবেল বিজয়ীর শাসনামলে এমন মৃত্যু কাম্য নয়।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা শুরুতে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার ঘোষণা দিলেও, স্পষ্ট কোনো তারিখ না থাকায় রাজনৈতিক দলগুলো সন্তুষ্ট নয়। পরে এপ্রিলে নির্বাচন হতে পারে বলা হলেও লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকের পর ফেব্রুয়ারির কথাও শোনা যাচ্ছে।
নুর বলেন, “একবার বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন, তারপর এপ্রিল, আবার ফেব্রুয়ারি — এতে মানুষের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগ বাড়ছে।”