ইসরায়েলি হা’মলায় গাজায় আরও ১৫ নি’হত খাদ্যের জন্য লাইনে গু’লিবিদ্ধ ৩৮ জন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় রবিবার ভোর থেকে আরও অন্তত ১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনই ত্রাণপ্রার্থী বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আলজাজিরা।
এর আগে, শনিবার ভোর থেকে শুরু হওয়া ধারাবাহিক হামলায় একদিনেই ১১৬ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে অন্তত ৩৮ জন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণকেন্দ্রের সামনে খাদ্য সহায়তার লাইনে দাঁড়িয়ে থাকাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
অবরোধের মধ্যে দুর্ভিক্ষে গাজা সিটিতে এক নবজাতক শিশুর মৃত্যুর খবরও নিশ্চিত করেছেন আল-শিফা হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়া। মাত্র ৩৫ দিন বয়সী এই শিশু অপুষ্টিজনিত কারণে মারা যায়। একই হাসপাতালে আরও একজন বড় মানুষ একইভাবে অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অবরোধ ও সহিংসতার কারণে হাসপাতালগুলোর জরুরি বিভাগে এখন রেকর্ডসংখ্যক ক্ষুধার্ত রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে গাজায় প্রায় ১৭ হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে বলেও সতর্ক করেছে তারা।