শুধু ভালো প্রকৌশলী নয় ভালো মানুষও তৈরি করতে হবে: সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শুধুমাত্র ভালো প্রকৌশলী তৈরি করলেই হবে না—একজন প্রকৌশলীকে ভালো মানুষও হতে হবে। নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধই একজন প্রকৌশলীকে প্রকৃত দেশসেবক করে তুলতে পারে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৯ জুলাই) মিরপুর সেনানিবাসের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।
তিনি বলেন, “শুধু ভালো প্রকৌশলী হলেই হবে না, আমাদের ভালো মানুষ হতে হবে। নৈতিক শিক্ষা ছাড়া কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি সমাজে প্রকৃত অবদান রাখতে পারে না। দেশ উপকৃত হবে তখনই, যখন আমরা শৃঙ্খলাবোধসম্পন্ন ও সৎ নাগরিক তৈরি করতে পারব।”
জেনারেল ওয়াকার-উজ-জামান শিক্ষার্থীদের উদ্দীপনা জাগিয়ে বলেন, “আমি সবসময় শৃঙ্খলাবোধ শেখার ও ভালো মানুষ হওয়ার জন্য উৎসাহ দিই। আপনারা হবেন এই দেশের গর্বিত নাগরিক। আপনারা নতুন কিছু শিখবেন, গবেষণায় অবদান রাখবেন এবং ভবিষ্যতের জন্য দেশকে এগিয়ে নেবেন।”
তিনি আরও বলেন, এই আন্তর্জাতিক সম্মেলন প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করেছে। একাডেমিক আলোচনা, ধারণার বিনিময় ও পথপ্রদর্শক গবেষণার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের আরও সমৃদ্ধ করতে পেরেছেন।
শেষে সেনাপ্রধান অংশগ্রহণকারী গবেষক ও শিক্ষার্থীদের সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যেতে ও উদ্ভাবনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান।