তানাকা গ্রুপের নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের হাতে’: প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাহিনের অভিযোগ

মহিউদ্দিন মাহিন : ছবি-সংগৃহীত
তানাকা গ্রুপের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাহিন অভিযোগ করেছেন, দেশের রাজনৈতিক পালাবদল হলেও এখনো তার প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতাদের হাতেই রয়ে গেছে। বিএনপির প্রভাবশালী নেতা হওয়ার কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলেও দাবি করেছেন তিনি।
মাহিন বলেন, বিএনপিকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে পরিকল্পিতভাবে তার ব্যবসা ও সম্পত্তির ওপর দখল ও হামলা চালান। এতে সাভারের তানাকা পেপার মিলস, কাশিমপুরের একাধিক শিল্প ইউনিট, সেগুনবাগিচা, ওয়ারি ও কেরানীগঞ্জের জমি ও ভবন এবং সোনাকান্দার বিশাল ফলের বাগানও দখল হয়ে যায়।
তার অভিযোগে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ এবং প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের নাম উঠে এসেছে।
মাহিন আরও জানান, আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও ২০১৭ সালে তার তানাকা সিএনজি ও পেট্রোল পাম্প ধ্বংস করা হয়, এতে প্রায় ৫০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।
২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর কেরানীগঞ্জের একটি জ্বালানি পাম্পসহ কিছু সম্পত্তি পুনরুদ্ধার করতে পারলেও তানাকা গ্রুপের অধিকাংশ শিল্পপ্রতিষ্ঠান এখনো বন্ধ বা দখলে রয়েছে বলে জানান তিনি।
মাহিনের ভাষায়, “আমাকে টার্গেট করার একমাত্র কারণ ছিল বিএনপিকে আর্থিক সহায়তা। শাহিন আহমেদের নেতৃত্বে দখল করা বাগান এখন দলীয় ইন্ডাস্ট্রিয়াল পার্ক হিসেবে গড়ে তোলা হচ্ছে।”