আওয়ামী লীগ নেই তবু সামলাতে পারছেন না ইলিয়াস হোসেনের মন্তব্য

ইলিয়াস হোসেন : ছবি-সংগৃহীত
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছেন। শনিবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ দেশে নেই, তারপরেও তাদেরকেই সামলাতে পারেন না; আর বিএনপিকে খেপিয়ে কিভাবে মাঠে টিকে থাকবেন, জানি না।’’
ইলিয়াস হোসেন সমন্বয়কদের উদ্দেশে প্রশ্ন তুলে বলেন, ‘‘সমন্বয়ক সাহেবেরা এত চেতেছেন কেন? বিএনপির চাঁদাবাজি নিয়ে আমরাও বলছি, কিন্তু আপনারা জিয়াউর রহমান, খালেদা জিয়া কাউকে ছাড়ছেন না— ঘটনা কী?’’
তিনি আরও লিখেছেন, ‘‘তারপরেও দোয়া থাকলো, এগিয়ে যান।’’
সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও বিএনপিকে ঘিরে নানা সমালোচনা-আলোচনা চলছেই। এই স্ট্যাটাস সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।