লস অ্যাঞ্জেলেসে গ্রেনেড বিস্ফোরণে নিহ’ত ৩ পুলিশ সদস্য

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে একটি গ্রেনেড নিষ্ক্রিয় করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। শুক্রবার সকালে শহরের একটি নিরাপত্তা প্রশিক্ষণ কেন্দ্রে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
লস অ্যাঞ্জেলেস নিরাপত্তা বিভাগ জানায়, বৃহস্পতিবার সান্তা মনিকা এলাকা থেকে একটি পুরনো গ্রেনেড উদ্ধার করা হয়। শুক্রবার সেটিকে প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নিরাপত্তা বাহিনীর ওই তিন সদস্য। তবে এ দুর্ঘটনায় আর কেউ আহত হননি।
নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। বিস্ফোরণের সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বিভাগ। প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নিরাপত্তা বিভাগ ও স্থানীয় প্রশাসন। নিহতদের স্মরণে সরকারি ভবনগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।