| ১৮ জুলাই ২০২৫
শিরোনাম:

সড়কে ঝরে গেলো এক পরিবারের তিন প্রাণ: গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

সড়কে ঝরে গেলো এক পরিবারের তিন প্রাণ: গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরের বড়চালা এলাকায় মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নারীসহ একই পরিবারের তিনজনসহ মোট চারজন।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় একটি পরিবারের স্বপ্ন এক ঝটকায় থেমে গেলো।

 

নিহতরা হলেন—গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউরা পশ্চিম খণ্ডগ্রামের শফিকুল ইসলাম (৫৩) এবং বগুড়া জেলার আলী ঈশ্বর ঘাট এলাকার সাদেক আলীর মেয়ে নাসরিন নাহার (৩০)।

 

নাসরিনের স্বামী ও তাদের শিশুসন্তানও একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

 

কি ঘটেছিল সেদিন দুপুরে?

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একটি সিএনজি অটোরিকশা ফুলবাড়িয়া থেকে ধামরাইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত পুলিশকে খবর দেয়। কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক করে।

 

পুলিশ কি বলছে?

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,

“এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”

 

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের এলাকায়। প্রাণ হারানো শিশু, মা ও বাবার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে।

সারাদেশে যৌথবাহিনীর অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৩২৮, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও মাদক

সড়কে ঝরে গেলো এক পরিবারের তিন প্রাণ: গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

দেশজুড়ে চলমান নিরাপত্তা অভিযানে গত এক সপ্তাহে ৩২৮ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। চোরাকারবারি থেকে কিশোর গ্যাং—কারও রেহাই নেই এ সাঁড়াশি অভিযানে। উদ্ধার করা হয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, মাদক ও চোরাই মালামাল।

 

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সমন্বয়ে সারা দেশে একাধিক অভিযান চালানো হয়।

 

এ সময় গ্রেপ্তার হওয়া ৩২৮ জনের মধ্যে রয়েছে চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, কিশোর গ্যাং সদস্য, ভূমিদস্যু ও অস্ত্রধারী অপরাধী। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮টি আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড গুলি, ১৬টি ককটেল বোমা, বিপুল পরিমাণ মাদক, মোবাইলফোন ও নগদ অর্থ।

 

আইএসপিআর জানিয়েছে, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এছাড়াও, জননিরাপত্তা ও শিল্পাঞ্চলের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করছে।

 

সাধারণ মানুষকে অনুরোধ জানানো হয়েছে, কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে যেন নিকটস্থ সেনাক্যাম্পে দ্রুত তথ্য জানান।

বাংলাদেশ পুলিশে ১১০ জন এসআই থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি

সড়কে ঝরে গেলো এক পরিবারের তিন প্রাণ: গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ পদোন্নতি প্রক্রিয়ায় ১১০ জন সাব-ইন্সপেক্টর (এসআই)-কে ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) পদ থেকে ৬০ জন, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) পদ থেকে ৪৫ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে ৫ জন কর্মকর্তাকে ইন্সপেক্টর অব পুলিশ (শহর ও যানবাহন) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এই পদোন্নতির ফলে পুলিশ বাহিনীর কাঠামো আরও শক্তিশালী হবে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নতুন দায়িত্ব পালনে কর্মকর্তারা উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

এনসিপি পদযাত্রা সহিংসতা তদন্তে সরকারি কমিটি দুই সপ্তাহে রিপোর্ট

সড়কে ঝরে গেলো এক পরিবারের তিন প্রাণ: গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পদযাত্রা কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, সহিংসতা ও প্রাণহানি ঘটনার তদন্তে একটি সরকারি তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এই তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় থেকে একজন করে অতিরিক্ত সচিব এই কমিটিতে থাকবেন।

তদন্ত কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত শেষে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সহিংসতায় জড়িত কেউই রেহাই পাবে না। আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা হবে।

×