সড়কে ঝরে গেলো এক পরিবারের তিন প্রাণ: গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

গাজীপুরের কালিয়াকৈরের বড়চালা এলাকায় মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নারীসহ একই পরিবারের তিনজনসহ মোট চারজন।
এই হৃদয়বিদারক দুর্ঘটনায় একটি পরিবারের স্বপ্ন এক ঝটকায় থেমে গেলো।
নিহতরা হলেন—গাজীপুর জেলার শ্রীপুর থানার কেউরা পশ্চিম খণ্ডগ্রামের শফিকুল ইসলাম (৫৩) এবং বগুড়া জেলার আলী ঈশ্বর ঘাট এলাকার সাদেক আলীর মেয়ে নাসরিন নাহার (৩০)।
নাসরিনের স্বামী ও তাদের শিশুসন্তানও একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
কি ঘটেছিল সেদিন দুপুরে?
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একটি সিএনজি অটোরিকশা ফুলবাড়িয়া থেকে ধামরাইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বড়চালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু ঘটে।
দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত পুলিশকে খবর দেয়। কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং রাস্তার যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ কি বলছে?
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান,
“এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নিহতদের এলাকায়। প্রাণ হারানো শিশু, মা ও বাবার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের মাতম চলছে। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভও তৈরি হয়েছে।