ইরাকের আল কুত শহরের শপিং মলে ভয়াবহ আ’গুন নি’হত অন্তত ৫০

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর আল কুত-এ একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ ও আল আরাবিয়া’র খবরে এ তথ্য জানা গেছে।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানান, বুধবার রাতে আল কুত শহরের একটি বড় শপিং সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে। গভর্নরের বরাত দিয়ে আইএনএ জানিয়েছে, “ভয়াবহ আগুনে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের একটি পাঁচতলা শপিং মলে রাতভর আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। যদিও রয়টার্স এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে এবং শপিং মল ও ভবনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ইরাকে শপিং মল বা জনসমাগমস্থলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।