| ১৭ জুলাই ২০২৫
শিরোনাম:

পশ্চিম সুন্দরবনে ৬শ কেজি কাঁকড়া সহ আ’টক-১

পশ্চিম সুন্দরবনে ৬শ কেজি কাঁকড়া সহ আ’টক-১

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধিপশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় ৬শত কেজি নিষিদ্ধ কাঁকড়া,১টি ইঞ্জিন চালিত ট্রলার সহ আটক একজন।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ সুত্রে প্রকাশ,মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত গভীর রাতে বনবিভাগের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশনের আওতায় সুন্দরবনের কাঠেশ্বর টহল ফাঁড়ির এলাকা খোলপেটুয়া নদী হতে থেকে অবৈধভাবে আহরণকৃত ৬শত কেজি কাঁকড়া সহ ইয়াকুব আলী সরদার(৫৮)নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির চকবারা গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম বলেন সুন্দরবনের প্রাণবৈচিত্র্য ও জীববৈচিত্র্য রক্ষায় নির্ধারিত মৌসুম ছাড়া কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি বলেন আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা করার প্রস্তুতি চলছে। সুন্দরবন সুরক্ষায় বনবিভাগ নিয়মিত টহল ও নজরদারী জোরদার করছে বলেও জানান। ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে আটককৃত কাঁকড়া,ট্রলার ও ব্যক্তি।

ইরাকের আল কুত শহরের শপিং মলে ভয়াবহ আ’গুন নি’হত অন্তত ৫০

পশ্চিম সুন্দরবনে ৬শ কেজি কাঁকড়া সহ আ’টক-১

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর আল কুত-এ একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ ও আল আরাবিয়া’র খবরে এ তথ্য জানা গেছে।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানান, বুধবার রাতে আল কুত শহরের একটি বড় শপিং সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে। গভর্নরের বরাত দিয়ে আইএনএ জানিয়েছে, “ভয়াবহ আগুনে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের একটি পাঁচতলা শপিং মলে রাতভর আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। যদিও রয়টার্স এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে এবং শপিং মল ও ভবনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ইরাকে শপিং মল বা জনসমাগমস্থলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হা’মলা মা’মলার খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু

পশ্চিম সুন্দরবনে ৬শ কেজি কাঁকড়া সহ আ’টক-১

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

বুধবার (১৭ জুলাই) শুনানির শুরুতে পলাতক দুই আসামি—হানিফ ও তাজউদ্দিনের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। পরে আদালত থেকে তাদের জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় আইনজীবী) নিয়োগের আদেশ দেওয়া হয়।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। উল্লেখ্য, প্রায় দুই দশক আগে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ ২৪ জন। এ ঘটনায় দায়ের হওয়া পৃথক মামলায় বিচারিক আদালত আসামিদের বিভিন্ন মেয়াদের সাজা দিলেও হাইকোর্ট সেই রায় বাতিল করে দেয় ২০২৪ সালের ১ ডিসেম্বর।

হাইকোর্টের রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মামলার অন্যান্য আসামি খালাস পান। তবে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে এখন আপিল বিভাগে সেই শুনানি শুরু হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ পর্যায়ে যুক্তি তুলে ধরে ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়

পশ্চিম সুন্দরবনে ৬শ কেজি কাঁকড়া সহ আ’টক-১

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে স্পিনার শেখ মেহেদী হাসান আর ওপেনার তানজিদ হাসানের দুর্দান্ত নৈপুণ্যে ৮ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা।

বল হাতে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেন শেখ মেহেদী। মাত্র ১১ রান খরচায় ৪ ওভারে ৪ উইকেট নিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ব্যাট হাতে জয়ের ভিত গড়েন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসে ছয়টি বিশাল ছক্কা হাঁকান এই তরুণ ওপেনার।

বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুতেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কান শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। এরপর শেখ মেহেদীর স্পিন তোপে একে একে সাজঘরে ফেরেন পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কা ও নিশাঙ্কা। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩২ রান করতে সক্ষম হয়, শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে।

জবাবে সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারালেও ভাঙেনি টাইগারদের মনোবল। লিটন দাসের ২৬ বলে ৩২ ও তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। তামিম ৪৭ বলে ৭৩* রানে অপরাজিত থাকেন, তাকে সঙ্গ দেন হৃদয় (২৫ বলে ২৭)।

ম্যাচসেরা হন শেখ মেহেদী হাসান। আর সিরিজসেরা টাইগার অধিনায়ক লিটন দাস, যিনি ব্যাট হাতে ১১৪ রান করেন তিন ম্যাচে।

এ জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে ইতিহাস গড়লো টাইগাররা। আগামী ২০ জুলাই মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

×