পশ্চিম সুন্দরবনে ৬শ কেজি কাঁকড়া সহ আ’টক-১

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবন সাতক্ষীরারেঞ্জের আওতায় ৬শত কেজি নিষিদ্ধ কাঁকড়া,১টি ইঞ্জিন চালিত ট্রলার সহ আটক একজন।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ সুত্রে প্রকাশ,মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত গভীর রাতে বনবিভাগের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশনের আওতায় সুন্দরবনের কাঠেশ্বর টহল ফাঁড়ির এলাকা খোলপেটুয়া নদী হতে থেকে অবৈধভাবে আহরণকৃত ৬শত কেজি কাঁকড়া সহ ইয়াকুব আলী সরদার(৫৮)নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির চকবারা গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে।
বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী রেঞ্জার হাবিবুল ইসলাম বলেন সুন্দরবনের প্রাণবৈচিত্র্য ও জীববৈচিত্র্য রক্ষায় নির্ধারিত মৌসুম ছাড়া কাঁকড়া আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি বলেন আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা করার প্রস্তুতি চলছে। সুন্দরবন সুরক্ষায় বনবিভাগ নিয়মিত টহল ও নজরদারী জোরদার করছে বলেও জানান। ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে আটককৃত কাঁকড়া,ট্রলার ও ব্যক্তি।