গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হা’মলা ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনায় পুরো শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে সমাবেশ শেষে ফেরার সময় লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে তাদের গাড়িবহর আটকে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর আড়াইটার দিকে এনসিপির গাড়িবহর কলেজ এলাকা অতিক্রমের চেষ্টা করলে হঠাৎ হামলা শুরু হয়। ইট-পাটকেল ছোড়া হয় বহরে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। তবে পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের।
এখনও শহরের লঞ্চঘাট ও পৌর পার্ক এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষের মধ্যে সমাবেশস্থলের মঞ্চ ও চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। দোকানপাট বন্ধ হয়ে গেছে, যান চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে।
পুলিশ জানিয়েছে, সহিংসতা ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে বলে জানিয়েছে প্রশাসন।