সৃজিত-সুস্মিতার সেলফি ঘিরে টলিউডে নতুন গল্প!

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে সম্প্রতি দেখা গেছে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে অভিনেত্রী সুস্মিতার সঙ্গে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সেলফিতে দেখা যাচ্ছে, দুজনেই বেশ হাসিখুশি মুডে আছেন, আর ছবিটি তুলেছেন স্বয়ং সৃজিত।
ছবিটি প্রথম পোস্ট করা হয়েছে সুস্মিতার নিজস্ব ইনস্টাগ্রাম থেকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্যার চোখের মধ্যে।’ ছবিটি প্রকাশের পরই শুরু হয়েছে নানান আলোচনা— কে এই সুস্মিতা?
জানা গেছে, সুস্মিতা মূলত অভিনেত্রী এবং তিনি সৃজিত মুখার্জির পরিচালনায় নির্মাণাধীন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবিটি শুট হচ্ছে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে, যেখানে মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে।
এর আগেও সুস্মিতা ‘মৃগয়া’ চলচ্চিত্রে একটি আইটেম গানে অভিনয় করে আলোচনায় আসেন। তবে এবার সৃজিতের সঙ্গে সেলফি পোস্ট এবং সেই ছবিতে সৃজিতের দেওয়া লাভ রিয়েকশন নিয়েই নেটিজেনদের কৌতূহল চরমে উঠেছে।
এদিকে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে একাধিক সময়কাল তুলে ধরা হচ্ছে। ছবিতে শ্রী চৈতন্যের চরিত্রে রয়েছেন দিব্যজ্যোতি দত্ত, বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আর গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসুকে। এছাড়া নিত্যানন্দ প্রভুর চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।
পুরী সমুদ্র সৈকতের রোমাঞ্চ আর সিনেমার গল্প ছাপিয়ে সুস্মিতা-সৃজিতের সেলফি এখন নেট দুনিয়ায় আলোচনার শীর্ষে।