| ১৭ জুলাই ২০২৫
শিরোনাম:

সৃজিত-সুস্মিতার সেলফি ঘিরে টলিউডে নতুন গল্প!

সৃজিত-সুস্মিতার সেলফি ঘিরে টলিউডে নতুন গল্প!

কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে সম্প্রতি দেখা গেছে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে অভিনেত্রী সুস্মিতার সঙ্গে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সেলফিতে দেখা যাচ্ছে, দুজনেই বেশ হাসিখুশি মুডে আছেন, আর ছবিটি তুলেছেন স্বয়ং সৃজিত।

ছবিটি প্রথম পোস্ট করা হয়েছে সুস্মিতার নিজস্ব ইনস্টাগ্রাম থেকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্যার চোখের মধ্যে।’ ছবিটি প্রকাশের পরই শুরু হয়েছে নানান আলোচনা— কে এই সুস্মিতা?

জানা গেছে, সুস্মিতা মূলত অভিনেত্রী এবং তিনি সৃজিত মুখার্জির পরিচালনায় নির্মাণাধীন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ চলচ্চিত্রে অভিনয় করছেন। ছবিটি শুট হচ্ছে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে, যেখানে মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে।

এর আগেও সুস্মিতা ‘মৃগয়া’ চলচ্চিত্রে একটি আইটেম গানে অভিনয় করে আলোচনায় আসেন। তবে এবার সৃজিতের সঙ্গে সেলফি পোস্ট এবং সেই ছবিতে সৃজিতের দেওয়া লাভ রিয়েকশন নিয়েই নেটিজেনদের কৌতূহল চরমে উঠেছে।

এদিকে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে একাধিক সময়কাল তুলে ধরা হচ্ছে। ছবিতে শ্রী চৈতন্যের চরিত্রে রয়েছেন দিব্যজ্যোতি দত্ত, বিনোদিনীর চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আর গিরিশচন্দ্র ঘোষের ভূমিকায় দেখা যাবে ব্রাত্য বসুকে। এছাড়া নিত্যানন্দ প্রভুর চরিত্রে অভিনয় করছেন যিশু সেনগুপ্ত।

পুরী সমুদ্র সৈকতের রোমাঞ্চ আর সিনেমার গল্প ছাপিয়ে সুস্মিতা-সৃজিতের সেলফি এখন নেট দুনিয়ায় আলোচনার শীর্ষে।

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়

সৃজিত-সুস্মিতার সেলফি ঘিরে টলিউডে নতুন গল্প!

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে স্পিনার শেখ মেহেদী হাসান আর ওপেনার তানজিদ হাসানের দুর্দান্ত নৈপুণ্যে ৮ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা।

বল হাতে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেন শেখ মেহেদী। মাত্র ১১ রান খরচায় ৪ ওভারে ৪ উইকেট নিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ব্যাট হাতে জয়ের ভিত গড়েন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসে ছয়টি বিশাল ছক্কা হাঁকান এই তরুণ ওপেনার।

বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুতেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কান শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। এরপর শেখ মেহেদীর স্পিন তোপে একে একে সাজঘরে ফেরেন পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কা ও নিশাঙ্কা। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩২ রান করতে সক্ষম হয়, শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে।

জবাবে সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারালেও ভাঙেনি টাইগারদের মনোবল। লিটন দাসের ২৬ বলে ৩২ ও তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। তামিম ৪৭ বলে ৭৩* রানে অপরাজিত থাকেন, তাকে সঙ্গ দেন হৃদয় (২৫ বলে ২৭)।

ম্যাচসেরা হন শেখ মেহেদী হাসান। আর সিরিজসেরা টাইগার অধিনায়ক লিটন দাস, যিনি ব্যাট হাতে ১১৪ রান করেন তিন ম্যাচে।

এ জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে ইতিহাস গড়লো টাইগাররা। আগামী ২০ জুলাই মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

চীনে গুপ্তচরবৃত্তির দায়ে জাপানি নাগরিকের সাড়ে তিন বছরের কা’রাদণ্ড

সৃজিত-সুস্মিতার সেলফি ঘিরে টলিউডে নতুন গল্প!

চীনের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি নাগরিককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। বেইজিংয়ে জাপানি দূতাবাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ।

বুধবার (১৬ জুলাই) স্থানীয় সময় বেইজিংয়ের ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট অ্যাস্টেলাস ফার্মা ইনক. নামের জাপানি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির ওই কর্মচারীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায়।

চীনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেনজি কানাসুগি সাংবাদিকদের বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জাপান সরকার দ্রুত তার মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা ও কূটনৈতিক সহায়তা চালিয়ে যাবে।”

জানা গেছে, ওই জাপানি নাগরিককে ২০২৩ সালের মার্চ মাসে চীন ছাড়ার আগে আটক করা হয়। পরবর্তীতে একই বছরের অক্টোবরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় এবং ২০২৪ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে মামলা গঠন করা হয়।

চীন ও জাপানের মধ্যে এমন স্পর্শকাতর ইস্যু দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন করে চাপে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

১৭ জুলাই থেকে দেশজুড়ে গণআন্দোলনে রূপ নেয় কোটা বিরোধী আন্দোলন

সৃজিত-সুস্মিতার সেলফি ঘিরে টলিউডে নতুন গল্প!

কোটা সংস্কার আন্দোলন ২০২৫ সালে নতুন মাত্রা পায় ১৭ জুলাই থেকে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর পরই আন্দোলন রূপ নেয় গণআন্দোলনে। ১৬ জুলাই পুলিশের হামলায় সাঈদের মৃত্যু বিক্ষুব্ধ ছাত্রসমাজকে ক্ষিপ্ত করে তোলে, যা আন্দোলনের বাঁক ঘুরিয়ে দেয়।

পরদিন ১৭ জুলাই ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগমুক্ত করতে মাঠে নামে সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের হল থেকে বের করে দিয়ে হলগুলো ‘ছাত্রলীগমুক্ত’ ঘোষণা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ বলেন, ‘‘নারী হলগুলো মুক্ত হওয়ার পর মহসীন হলসহ একের পর এক হল ছাত্রলীগের দখলমুক্ত করা হয়।’’

একই দিনে সারাদেশে নিহত হন আবু সাঈদ, ওয়াসিমসহ অন্তত ছয়জন শিক্ষার্থী। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজার আয়োজন করা হলেও পুলিশি হামলা, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জে তা ব্যাহত হয়। বিকেলে ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে জানাজা পড়েন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, স্নাইপার ও সোয়াট টিম মোতায়েন করে শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা চলে। এছাড়া সারাদেশে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সশস্ত্র হামলায় আহত হন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

১৭ জুলাই রাতেই ঢাকার যাত্রাবাড়ি, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, শরীয়তপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু হয়। যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোলপ্লাজায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা, যা ৫ আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে থাকে। আন্দোলনকারীরা একে ‘জুলাই আন্দোলনের লেলিনগ্রাদ’ হিসেবে উল্লেখ করেন।

সন্ধ্যার মধ্যে ক্যাম্পাস ও হল ফাঁকা করতে শিক্ষার্থীদের হুমকি দেয় পুলিশ। সেই রাতেই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার, কিন্তু এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালো শাড়ি পরে শোক প্রকাশ করলেও, সেটি জনগণের ক্ষোভ আরও উসকে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সমালোচনা ও ট্রল।

সবশেষে ১৮ জুলাই থেকে শিক্ষার্থীরা ঘোষণা করে ‘কমপ্লিট শাটডাউন’। পুলিশ, র‌্যাব, বিজিবির হামলা সত্ত্বেও সারাদেশে ছড়িয়ে পড়ে গণআন্দোলন।

×