গোপালগঞ্জে এনসিপি সমাবেশে ছাত্রলীগের হা’মলা আ’হত অনেকে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জে রণক্ষেত্রের পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সমাবেশ শুরুর আগেই হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা স্লোগান দিতে দিতে এসে সমাবেশস্থলে ককটেল ও ইটপাটকেল ছোড়ে। এতে এনসিপির অন্তত কয়েকজন নেতাকর্মী আহত হন।
হামলার সময় পুলিশ ও এপিবিএন সদস্যরা প্রায় নিষ্ক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। যমুনা টিভির প্রতিবেদক জানান, হামলার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে কিছু না করলেও পরে হামলাকারীদের ধাওয়া দিতে গেলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় হতে বাধ্য হয়।
এর আগে সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরকেও হামলার শিকার হতে হয়। এছাড়া গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি নিয়ে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দিনভর চলতে থাকে। হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।