| ১৭ জুলাই ২০২৫
শিরোনাম:

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে ছাত্রলীগের হা’মলা আ’হত অনেকে

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে ছাত্রলীগের হা’মলা আ’হত অনেকে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জে রণক্ষেত্রের পরিবেশ সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে সমাবেশ শুরুর আগেই হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা স্লোগান দিতে দিতে এসে সমাবেশস্থলে ককটেল ও ইটপাটকেল ছোড়ে। এতে এনসিপির অন্তত কয়েকজন নেতাকর্মী আহত হন।

হামলার সময় পুলিশ ও এপিবিএন সদস্যরা প্রায় নিষ্ক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। যমুনা টিভির প্রতিবেদক জানান, হামলার সময় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে কিছু না করলেও পরে হামলাকারীদের ধাওয়া দিতে গেলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় হতে বাধ্য হয়।

এর আগে সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি বহরকেও হামলার শিকার হতে হয়। এছাড়া গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি নিয়ে স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দিনভর চলতে থাকে। হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।

ফরিদপুর রাজবাড়ি ও মানিকগঞ্জে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করছে এনসিপি

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে ছাত্রলীগের হা’মলা আ’হত অনেকে

পদযাত্রা’র অংশ হিসেবে আজ ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করছে। ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে সকাল থেকেই সমাবেশের প্রস্তুতি দেখা গেছে। খুলনা থেকে নেতাকর্মীরা এরই মধ্যে সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন।

জেলা শাখার নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নেতারা প্রথমে ফরিদপুরের সার্কিট হাউসে পৌঁছে সেখান থেকে পথসভা করে জনতা ব্যাংক মোড়ে মূল সমাবেশস্থলে আসবেন।

সমাবেশ শেষে ফরিদপুরের আলিপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। পাশাপাশি জুলাই মাসে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা।

ফরিদপুরের কর্মসূচি শেষ হলে এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজবাড়ি ও মানিকগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন। সেখানেও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগের কর্মসূচি রয়েছে।

এনসিপি নেতারা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে দলটির বার্তা আরও শক্তভাবে পৌঁছে যাবে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে ছাত্রলীগের হা’মলা আ’হত অনেকে

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ঊর্ধ্বমুখী হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত দেশে মোট গ্রস রিজার্ভের পরিমাণ ৩০,০২৬.৬২ মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে, IMF এর হিসাব অনুযায়ী BPM6 পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪,৯৯৫.৪৫ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে, গত মে-জুন মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (ACU) ২০১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে রিজার্ভ কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে তা পুনরায় বাড়তে শুরু করেছে।

গত ৭ জুলাই নিট রিজার্ভের পরিমাণ ছিল ২৪.৪৫ বিলিয়ন ডলার এবং মোট রিজার্ভ ছিল ২৯.৫২ বিলিয়ন ডলার। এরপরে ২ জুলাই নিট রিজার্ভ দাঁড়ায় ২৬.৬৮ বিলিয়ন ডলার এবং মোট রিজার্ভ ছিল ৩১.৭১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ হিসাব করা হয়, যা BPM6 পদ্ধতিতে নির্ধারিত।

২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডিবির সাবেক এসি সাজ্জাদুর রহমান সাময়িক বরখাস্ত

গোপালগঞ্জে এনসিপি সমাবেশে ছাত্রলীগের হা’মলা আ’হত অনেকে

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসি) মো. সাজ্জাদুর রহমানকে ২৭ লাখ টাকা নিজের হেফাজতে রাখার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৬ জুলাই) জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

সূত্রে জানা যায়, সাজ্জাদুর রহমান বর্তমানে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত আছেন। এর আগে তিনি গোয়েন্দা রমনা বিভাগে দায়িত্ব পালন করছিলেন। শেরেবাংলা নগর থানার এক মামলার আসামিকে ধরতে এবং আলামত উদ্ধারের নামে গত ৭ ফেব্রুয়ারি তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নড়াইলের ভাওয়া এলাকায় যান।

 

অভিযোগ রয়েছে, ডিজিটাল প্রতারণার মামলায় আসামি মো. আলিমুজ্জামান সৈকতের বাসায় তল্লাশি চালিয়ে তিনি ২৭ লাখ টাকা পান, যা বিধি অনুযায়ী বাজেয়াপ্ত না করে নিজের কাছে রেখে দেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাত্র ২২ লাখ টাকার কথা স্বীকার করেন।

 

এছাড়া ঘটনাস্থলে থাকা প্রযুক্তিগত আলামতের সঠিক জব্দ তালিকাও তৈরি করেননি তিনি। এমনকি আসামি আলিমুজ্জামান সৈকতকে আটক করেও গোপনে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। পরে হোয়াটসঅ্যাপে আসামির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের বিষয়েও তিনি মিথ্যা তথ্য দেন। এসব কর্মকাণ্ডকে প্রজ্ঞাপনে অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুসারে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী ১৩ জুলাই থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

×