সাবেক বস্ত্র ও পাটমন্ত্রীর ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ করল সিআইডি

গোলাম দস্তগী : ছবি-সংগৃহীত
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের প্রায় পাঁচ হাজার শতাংশ জমি, গাজী টায়ারের কারখানা ও একাধিক বাণিজ্যিক স্থাপনা।
সিআইডির তথ্য অনুযায়ী, গোলাম দস্তগীর গাজী জোরপূর্বক জমি দখল, কমিশন বাণিজ্য, জালিয়াতি, হুন্ডি, আন্ডার ইনভয়েস-ওভার ইনভয়েসসহ সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে এই বিপুল সম্পদের মালিক হন। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশে এসব সম্পত্তি ক্রোক করা হয়েছে।
সিআইডি জানায়, রূপগঞ্জের খাদুন এলাকায় গাজীর নামে থাকা ৬৯টি দলিলে মোট জমির পরিমাণ চার হাজার ৮৭৯ দশমিক ৯২ শতাংশ, যার দলিল মূল্য প্রায় ১৬ কোটি ৫২ লাখ টাকা। গাজী টায়ার প্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোসহ জব্দকৃত স্থাবর সম্পত্তির মোট বাজারমূল্য প্রায় ৪০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
সূত্র জানায়, ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে এসব সম্পদ অর্জন করেন তিনি। এর আগে গত ৮ জুলাই সিআইডির আবেদনের পর ঢাকার মহানগর দায়রা জজ আদালত সম্পত্তি জব্দের আদেশ দেন।