দুবাইতে লাখ টাকার প্রতারণার শিকার বলিউড অভিনেত্রী অর্চনা

অর্চনা পুরণ সিং : ছবি-সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পুরণ সিং দুবাই ভ্রমণে গিয়ে লাখ টাকার অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। পরিবারের সঙ্গে স্কাইডাইভিংয়ের টিকিট বুক করেছিলেন তিনি। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন, সেই বুকিং ভুয়া।
পরিবারের সঙ্গে ইনডোর স্কাইডাইভিং উপভোগ করতে চেয়েছিলেন অর্চনা। অনলাইনে তিনটি স্লটের টিকিট বুক করেছিলেন তিনি। কিন্তু স্কাইডাইভিং সেন্টারের কাউন্টারে গিয়ে জানানো হয়, তার কোনো বুকিং নেই। পুরো বিষয়টি সামনে আসার পর ক্ষোভে ফেটে পড়েছেন অর্চনা, তার স্বামী অভিনেতা পারমিত শেঠি ও দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মান।
অর্চনা বলেন, ‘‘আমরা তিনটি স্লট বুক করেছিলাম। ওরা বলছে, আমাদের কোনো বুকিং নেই। আমরা প্রতারিত হয়েছি। যে ওয়েবসাইট থেকে অর্থ প্রদান করেছি, সেটি ভুয়া ছিল। দুবাইয়ের মতো শহরে এমনটা হবে ভাবতেই পারিনি, যেখানে আইন এত কঠোর।’’
ছেলে আর্যমান জানান, প্রতারণার ওয়েবসাইটটি এখন ইন্টারনেট থেকে উধাও। আর্যমান বলেন, ‘‘আমি ৪ মিনিটের প্যাকেজ নিয়েছিলাম, কিন্তু পুরো অভিজ্ঞতা ছিল মাত্র ২ মিনিটের। প্রথমে ভেবেছিলাম কারিগরি সমস্যা, পরে বুঝলাম প্রতারিত হয়েছি।’’
অর্চনার স্বামী পারমিত শেঠিও হতাশা প্রকাশ করে বলেন, ‘‘যে আমাদের প্রতারণা করেছে, সে নিশ্চয়ই এখন মজা দেখছে!’’