| ১৭ জুলাই ২০২৫
শিরোনাম:

দুবাইতে লাখ টাকার প্রতারণার শিকার বলিউড অভিনেত্রী অর্চনা

দুবাইতে লাখ টাকার প্রতারণার শিকার বলিউড অভিনেত্রী অর্চনা

অর্চনা পুরণ সিং : ছবি-সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অর্চনা পুরণ সিং দুবাই ভ্রমণে গিয়ে লাখ টাকার অনলাইন প্রতারণার শিকার হয়েছেন। পরিবারের সঙ্গে স্কাইডাইভিংয়ের টিকিট বুক করেছিলেন তিনি। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন, সেই বুকিং ভুয়া।

পরিবারের সঙ্গে ইনডোর স্কাইডাইভিং উপভোগ করতে চেয়েছিলেন অর্চনা। অনলাইনে তিনটি স্লটের টিকিট বুক করেছিলেন তিনি। কিন্তু স্কাইডাইভিং সেন্টারের কাউন্টারে গিয়ে জানানো হয়, তার কোনো বুকিং নেই। পুরো বিষয়টি সামনে আসার পর ক্ষোভে ফেটে পড়েছেন অর্চনা, তার স্বামী অভিনেতা পারমিত শেঠি ও দুই ছেলে আর্যমান ও আয়ুষ্মান।

অর্চনা বলেন, ‘‘আমরা তিনটি স্লট বুক করেছিলাম। ওরা বলছে, আমাদের কোনো বুকিং নেই। আমরা প্রতারিত হয়েছি। যে ওয়েবসাইট থেকে অর্থ প্রদান করেছি, সেটি ভুয়া ছিল। দুবাইয়ের মতো শহরে এমনটা হবে ভাবতেই পারিনি, যেখানে আইন এত কঠোর।’’

ছেলে আর্যমান জানান, প্রতারণার ওয়েবসাইটটি এখন ইন্টারনেট থেকে উধাও। আর্যমান বলেন, ‘‘আমি ৪ মিনিটের প্যাকেজ নিয়েছিলাম, কিন্তু পুরো অভিজ্ঞতা ছিল মাত্র ২ মিনিটের। প্রথমে ভেবেছিলাম কারিগরি সমস্যা, পরে বুঝলাম প্রতারিত হয়েছি।’’

অর্চনার স্বামী পারমিত শেঠিও হতাশা প্রকাশ করে বলেন, ‘‘যে আমাদের প্রতারণা করেছে, সে নিশ্চয়ই এখন মজা দেখছে!’’

ফরিদপুর রাজবাড়ি ও মানিকগঞ্জে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করছে এনসিপি

দুবাইতে লাখ টাকার প্রতারণার শিকার বলিউড অভিনেত্রী অর্চনা

পদযাত্রা’র অংশ হিসেবে আজ ফরিদপুর, রাজবাড়ি ও মানিকগঞ্জে কর্মসূচি পালন করছে। ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে সকাল থেকেই সমাবেশের প্রস্তুতি দেখা গেছে। খুলনা থেকে নেতাকর্মীরা এরই মধ্যে সমাবেশে যোগ দিতে রওনা হয়েছেন।

জেলা শাখার নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় নেতারা প্রথমে ফরিদপুরের সার্কিট হাউসে পৌঁছে সেখান থেকে পথসভা করে জনতা ব্যাংক মোড়ে মূল সমাবেশস্থলে আসবেন।

সমাবেশ শেষে ফরিদপুরের আলিপুরে এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করা হবে। পাশাপাশি জুলাই মাসে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতারা।

ফরিদপুরের কর্মসূচি শেষ হলে এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজবাড়ি ও মানিকগঞ্জের উদ্দেশে যাত্রা করবেন। সেখানেও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগের কর্মসূচি রয়েছে।

এনসিপি নেতারা আশা করছেন, এ কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে দলটির বার্তা আরও শক্তভাবে পৌঁছে যাবে।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

দুবাইতে লাখ টাকার প্রতারণার শিকার বলিউড অভিনেত্রী অর্চনা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ঊর্ধ্বমুখী হয়েছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক শূন্য দুই বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বিপিএম-৬ (BPM6) পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত দেশে মোট গ্রস রিজার্ভের পরিমাণ ৩০,০২৬.৬২ মিলিয়ন মার্কিন ডলার। বিপরীতে, IMF এর হিসাব অনুযায়ী BPM6 পদ্ধতিতে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪,৯৯৫.৪৫ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে, গত মে-জুন মাসের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (ACU) ২০১ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে রিজার্ভ কিছুটা কমলেও সাম্প্রতিক সময়ে তা পুনরায় বাড়তে শুরু করেছে।

গত ৭ জুলাই নিট রিজার্ভের পরিমাণ ছিল ২৪.৪৫ বিলিয়ন ডলার এবং মোট রিজার্ভ ছিল ২৯.৫২ বিলিয়ন ডলার। এরপরে ২ জুলাই নিট রিজার্ভ দাঁড়ায় ২৬.৬৮ বিলিয়ন ডলার এবং মোট রিজার্ভ ছিল ৩১.৭১ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে নিট রিজার্ভের পরিমাণ হিসাব করা হয়, যা BPM6 পদ্ধতিতে নির্ধারিত।

২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ডিবির সাবেক এসি সাজ্জাদুর রহমান সাময়িক বরখাস্ত

দুবাইতে লাখ টাকার প্রতারণার শিকার বলিউড অভিনেত্রী অর্চনা

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসি) মো. সাজ্জাদুর রহমানকে ২৭ লাখ টাকা নিজের হেফাজতে রাখার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১৬ জুলাই) জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গণির সই করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

 

সূত্রে জানা যায়, সাজ্জাদুর রহমান বর্তমানে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত আছেন। এর আগে তিনি গোয়েন্দা রমনা বিভাগে দায়িত্ব পালন করছিলেন। শেরেবাংলা নগর থানার এক মামলার আসামিকে ধরতে এবং আলামত উদ্ধারের নামে গত ৭ ফেব্রুয়ারি তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নড়াইলের ভাওয়া এলাকায় যান।

 

অভিযোগ রয়েছে, ডিজিটাল প্রতারণার মামলায় আসামি মো. আলিমুজ্জামান সৈকতের বাসায় তল্লাশি চালিয়ে তিনি ২৭ লাখ টাকা পান, যা বিধি অনুযায়ী বাজেয়াপ্ত না করে নিজের কাছে রেখে দেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি মাত্র ২২ লাখ টাকার কথা স্বীকার করেন।

 

এছাড়া ঘটনাস্থলে থাকা প্রযুক্তিগত আলামতের সঠিক জব্দ তালিকাও তৈরি করেননি তিনি। এমনকি আসামি আলিমুজ্জামান সৈকতকে আটক করেও গোপনে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। পরে হোয়াটসঅ্যাপে আসামির সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের বিষয়েও তিনি মিথ্যা তথ্য দেন। এসব কর্মকাণ্ডকে প্রজ্ঞাপনে অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুসারে সাজ্জাদুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী ১৩ জুলাই থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

×