সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের ৮ দিনের রি’মান্ড

রাজধানীর যাত্রাবাড়ী থানার দুটি পৃথক হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে আট দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন।
এর মধ্যে মো. রাসেল হত্যা মামলায় পাঁচ দিন এবং লিটন উদ্দিন হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ মোট ১০ দিনের রিমান্ড আবেদন করে। তবে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিলের আবেদন করে বলেন, জাহাঙ্গীর আলম একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বয়স্ক ও অসুস্থ — তার কোনো সম্পৃক্ততা নেই।
আদালতে জাহাঙ্গীর আলমও অভিযোগ করে বলেন, “আমাকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে, ঘটনা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।” শুনানি শেষে আদালত মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া যাত্রাবাড়ীর একই দুই হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।