২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু ১০ সেপ্টেম্বর

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে, ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে ৪৮টি হওয়ায় মোট ১০৪টি ম্যাচ খেলা হবে।
মঙ্গলবার (১৫ জুলাই) যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানান, “এটি ইতিহাসের সবচেয়ে বড় ক্রীড়া আসর হবে। বিশ্বজুড়ে ভক্তদের জন্য টিকিটের চাহিদাও সর্বোচ্চ হবে।”
আগামী বছরের ১০ সেপ্টেম্বর থেকে প্রাক-নিবন্ধিত ভক্তরা প্রথম ধাপের টিকিট কেনার সুযোগ পাবেন। ২০২৫ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ, আর ১৯ জুলাই নিউ জার্সিতে হবে ফাইনাল। কানাডা ও মেক্সিকোতে ১৩টি করে ম্যাচ হবে, বাকি ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে আয়োজিত হবে।
ক্লাব বিশ্বকাপের আয়োজনে দর্শক সমাগম মিশ্র ছিল, তীব্র গরমও চ্যালেঞ্জ তৈরি করেছিল বলে জানিয়েছে ফিফা। এদিকে, মার্কিন অভিবাসন নীতি নিয়ে আন্তর্জাতিক ভক্তদের মধ্যে ভিসা সংশ্লিষ্ট উদ্বেগও রয়েছে।
ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং মেসির ইন্টার মিয়ামিতে যোগদানের পর যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ঘিরে উন্মাদনা আরও তুঙ্গে উঠেছে।