| ১৭ জুলাই ২০২৫
শিরোনাম:

ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমাতে কাজ চলছে

ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমাতে কাজ চলছে

দেশে ইন্টারনেটের গতি বাড়ানো এবং খরচ কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (১৬ জুলাই) সকালে ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিকস সামিটে’ তিনি বলেন, “ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন প্রণয়নসহ জাতীয় এআই পলিসি, ডেটা গভর্নেন্স অ্যাক্ট ও টেলিকম পলিসিতেও পরিবর্তন আসছে। যুগোপযোগী করা হচ্ছে টেলি কমিউনিকেশন ও আইসিটি আইন।”

তিনি জানান, পেমেন্ট ইকোসিস্টেম ও ক্লাউড সক্ষমতা বাড়াতেও কাজ করছে সরকার। একই সঙ্গে ‘ন্যাশনাল এপিআই হাব’ তৈরি হবে বলে জানান তিনি।

ফয়েজ আহমদ আরও বলেন, “সিটি করপোরেশনের ফ্রন্ট ডেস্কগুলোকে আরও সক্রিয় করতে কাজ করছে সরকার। অন্তবর্তী সরকার এসব কার্যক্রম শুরু করেছে, নতুন সরকার এগিয়ে নেবে বলে আমরা আশাবাদী।”

ইরাকের আল কুত শহরের শপিং মলে ভয়াবহ আ’গুন নি’হত অন্তত ৫০

ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমাতে কাজ চলছে

ইরাকের পূর্বাঞ্চলীয় শহর আল কুত-এ একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (১৮ জুলাই) ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ ও আল আরাবিয়া’র খবরে এ তথ্য জানা গেছে।

ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানান, বুধবার রাতে আল কুত শহরের একটি বড় শপিং সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে। গভর্নরের বরাত দিয়ে আইএনএ জানিয়েছে, “ভয়াবহ আগুনে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, শহরের একটি পাঁচতলা শপিং মলে রাতভর আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। যদিও রয়টার্স এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে এবং শপিং মল ও ভবনের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ইরাকে শপিং মল বা জনসমাগমস্থলে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

২১ আগস্ট গ্রেনেড হা’মলা মা’মলার খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু

ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমাতে কাজ চলছে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

বুধবার (১৭ জুলাই) শুনানির শুরুতে পলাতক দুই আসামি—হানিফ ও তাজউদ্দিনের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। পরে আদালত থেকে তাদের জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় আইনজীবী) নিয়োগের আদেশ দেওয়া হয়।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। উল্লেখ্য, প্রায় দুই দশক আগে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ ২৪ জন। এ ঘটনায় দায়ের হওয়া পৃথক মামলায় বিচারিক আদালত আসামিদের বিভিন্ন মেয়াদের সাজা দিলেও হাইকোর্ট সেই রায় বাতিল করে দেয় ২০২৪ সালের ১ ডিসেম্বর।

হাইকোর্টের রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মামলার অন্যান্য আসামি খালাস পান। তবে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে এখন আপিল বিভাগে সেই শুনানি শুরু হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ পর্যায়ে যুক্তি তুলে ধরে ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়

ইন্টারনেটের গতি বাড়ানো ও খরচ কমাতে কাজ চলছে

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে স্পিনার শেখ মেহেদী হাসান আর ওপেনার তানজিদ হাসানের দুর্দান্ত নৈপুণ্যে ৮ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা।

বল হাতে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেন শেখ মেহেদী। মাত্র ১১ রান খরচায় ৪ ওভারে ৪ উইকেট নিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ব্যাট হাতে জয়ের ভিত গড়েন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসে ছয়টি বিশাল ছক্কা হাঁকান এই তরুণ ওপেনার।

বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুতেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কান শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। এরপর শেখ মেহেদীর স্পিন তোপে একে একে সাজঘরে ফেরেন পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কা ও নিশাঙ্কা। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩২ রান করতে সক্ষম হয়, শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে।

জবাবে সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারালেও ভাঙেনি টাইগারদের মনোবল। লিটন দাসের ২৬ বলে ৩২ ও তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। তামিম ৪৭ বলে ৭৩* রানে অপরাজিত থাকেন, তাকে সঙ্গ দেন হৃদয় (২৫ বলে ২৭)।

ম্যাচসেরা হন শেখ মেহেদী হাসান। আর সিরিজসেরা টাইগার অধিনায়ক লিটন দাস, যিনি ব্যাট হাতে ১১৪ রান করেন তিন ম্যাচে।

এ জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে ইতিহাস গড়লো টাইগাররা। আগামী ২০ জুলাই মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

×