ফিটনেসবিহীন গাড়ি থাকলে সড়কে শৃঙ্খলা সম্ভব নয়: বিআরটিএ চেয়ারম্যান

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে চলতে দিলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, “মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে শুধু বিআরটিএ একা কিছু করতে পারবে না—এ জন্য সবার সহযোগিতা দরকার।”
এ সময় তিনি বলেন, “আবু সাঈদের জীবনদানে দেশের মানুষ আজীবন তাকে স্মরণ করবে।”
তিনি সকলকে সচেতনভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।