| ১৭ জুলাই ২০২৫
শিরোনাম:

ফিটনেসবিহীন গাড়ি থাকলে সড়কে শৃঙ্খলা সম্ভব নয়: বিআরটিএ চেয়ারম্যান

ফিটনেসবিহীন গাড়ি থাকলে সড়কে শৃঙ্খলা সম্ভব নয়: বিআরটিএ চেয়ারম্যান

ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়কে চলতে দিলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, “মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান চলছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে শুধু বিআরটিএ একা কিছু করতে পারবে না—এ জন্য সবার সহযোগিতা দরকার।”

এ সময় তিনি বলেন, “আবু সাঈদের জীবনদানে দেশের মানুষ আজীবন তাকে স্মরণ করবে।”

তিনি সকলকে সচেতনভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান।

২১ আগস্ট গ্রেনেড হা’মলা মা’মলার খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শুরু

ফিটনেসবিহীন গাড়ি থাকলে সড়কে শৃঙ্খলা সম্ভব নয়: বিআরটিএ চেয়ারম্যান

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।

বুধবার (১৭ জুলাই) শুনানির শুরুতে পলাতক দুই আসামি—হানিফ ও তাজউদ্দিনের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। পরে আদালত থেকে তাদের জন্য স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় আইনজীবী) নিয়োগের আদেশ দেওয়া হয়।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। উল্লেখ্য, প্রায় দুই দশক আগে ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ ২৪ জন। এ ঘটনায় দায়ের হওয়া পৃথক মামলায় বিচারিক আদালত আসামিদের বিভিন্ন মেয়াদের সাজা দিলেও হাইকোর্ট সেই রায় বাতিল করে দেয় ২০২৪ সালের ১ ডিসেম্বর।

হাইকোর্টের রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ মামলার অন্যান্য আসামি খালাস পান। তবে এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে এখন আপিল বিভাগে সেই শুনানি শুরু হয়েছে।

আইনজীবীরা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ পর্যায়ে যুক্তি তুলে ধরে ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়

ফিটনেসবিহীন গাড়ি থাকলে সড়কে শৃঙ্খলা সম্ভব নয়: বিআরটিএ চেয়ারম্যান

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে স্পিনার শেখ মেহেদী হাসান আর ওপেনার তানজিদ হাসানের দুর্দান্ত নৈপুণ্যে ৮ উইকেটে জয় তুলে নেয় টাইগাররা।

বল হাতে বাংলাদেশের জয়ে নেতৃত্ব দেন শেখ মেহেদী। মাত্র ১১ রান খরচায় ৪ ওভারে ৪ উইকেট নিয়ে গড়েছেন নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ব্যাট হাতে জয়ের ভিত গড়েন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসে ছয়টি বিশাল ছক্কা হাঁকান এই তরুণ ওপেনার।

বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। শুরুতেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে লঙ্কান শিবিরে আঘাত হানেন শরিফুল ইসলাম। এরপর শেখ মেহেদীর স্পিন তোপে একে একে সাজঘরে ফেরেন পেরেরা, চান্দিমাল, আসালাঙ্কা ও নিশাঙ্কা। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩২ রান করতে সক্ষম হয়, শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংসে।

জবাবে সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারালেও ভাঙেনি টাইগারদের মনোবল। লিটন দাসের ২৬ বলে ৩২ ও তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। তামিম ৪৭ বলে ৭৩* রানে অপরাজিত থাকেন, তাকে সঙ্গ দেন হৃদয় (২৫ বলে ২৭)।

ম্যাচসেরা হন শেখ মেহেদী হাসান। আর সিরিজসেরা টাইগার অধিনায়ক লিটন দাস, যিনি ব্যাট হাতে ১১৪ রান করেন তিন ম্যাচে।

এ জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে ইতিহাস গড়লো টাইগাররা। আগামী ২০ জুলাই মিরপুরে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

চীনে গুপ্তচরবৃত্তির দায়ে জাপানি নাগরিকের সাড়ে তিন বছরের কা’রাদণ্ড

ফিটনেসবিহীন গাড়ি থাকলে সড়কে শৃঙ্খলা সম্ভব নয়: বিআরটিএ চেয়ারম্যান

চীনের একটি আদালত গুপ্তচরবৃত্তির অভিযোগে এক জাপানি নাগরিককে সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। বেইজিংয়ে জাপানি দূতাবাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম কিয়োদো নিউজ।

বুধবার (১৬ জুলাই) স্থানীয় সময় বেইজিংয়ের ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট অ্যাস্টেলাস ফার্মা ইনক. নামের জাপানি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির ওই কর্মচারীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায়।

চীনে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত কেনজি কানাসুগি সাংবাদিকদের বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জাপান সরকার দ্রুত তার মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা ও কূটনৈতিক সহায়তা চালিয়ে যাবে।”

জানা গেছে, ওই জাপানি নাগরিককে ২০২৩ সালের মার্চ মাসে চীন ছাড়ার আগে আটক করা হয়। পরবর্তীতে একই বছরের অক্টোবরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয় এবং ২০২৪ সালের আগস্টে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে মামলা গঠন করা হয়।

চীন ও জাপানের মধ্যে এমন স্পর্শকাতর ইস্যু দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন করে চাপে ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

×