আবু সাঈদের মৃ’ত্যুবার্ষিকী: বিচার না হওয়ায় ক্ষুব্ধ পরিবার

আজ (১৬ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী। ঠিক এক বছর আগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের গুলিতে নিহত হন তিনি।
বিচারের কোনো অগ্রগতি নেই বলে ক্ষোভ জানিয়েছেন তার বড় ভাই রমজান আলী। তিনি বলেন, “রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লোকজন বিচারের প্রতিশ্রুতি দিলেও এক বছরেও কিছুই হয়নি। আমার ভাই যে কারণে জীবন দিলো, তার কোনো বাস্তবায়ন চোখে পড়ে না।”
রমজান আলী আরও বলেন, “প্রধান উপদেষ্টা ও সরকারি কর্মকর্তারা আমাদের বাসায় এসে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু বিচার থেমে আছে। বিচারব্যবস্থা এখনো আগের মতোই রয়ে গেছে।”
আবু সাঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের বাবুনপুরে তার কবর জিয়ারত করবেন সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রোকেয়া বিশ্ববিদ্যালয়েও শোকযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।