মিটফোর্ডে সোহাগ হ’ত্যা: আরও ২ জন গ্রে’ফতার বিচারের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ঘোষণা

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় বিচার নিশ্চিত ও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার দুপুর থেকে বিক্ষোভে নামা শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন— কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত হাসপাতাল শাটডাউন থাকবে।
গত বুধবার (৯ জুলাই) প্রকাশ্যে সন্ত্রাসীরা সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে ও ইট দিয়ে থেতলে হত্যা করে। ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। পরদিন নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। স্থানীয়রা প্রাথমিকভাবে চাঁদাবাজিকে হত্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন।