জাতীয় দল থেকে বাদ অনূর্ধ্ব-২৩ দলে ফাহমিদুল ও কিউবা মিচেল

সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হলেও সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে আর সিনিয়র দলে রাখা হচ্ছে না ফাহমিদুল ইসলামকে। ইতালিপ্রবাসী এই উইঙ্গারকে এবার রাখা হচ্ছে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য।
এদিকে সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেলও বাংলাদেশ যুব দলে খেলার জন্য তৈরি আছেন। জাতীয় দল কমিটির সর্বশেষ সভা থেকে জানানো হয়েছে, তাকেও অনূর্ধ্ব-২৩ দলে ডাকবে বাফুফে।
সম্প্রতি হয়ে যাওয়া প্রবাসী ফুটবলারদের ট্রায়াল থেকেও ৬-৭ জন খেলোয়াড়কে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত হয়েছে। সামির মিয়া, জায়ান আহমেদ, ইকরামুল ক্যাসপার ও বীতশোক চাকমা আছেন সেই তালিকায়। তবে যুব দলের কোচ এখনো চূড়ান্ত হয়নি। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী, মারুফুল হক, জুলফিকার মাহমুদ ও মাসুদ কায়সারের নাম আলোচনায় আছে।
সভায় জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা নিয়ে প্রশ্নও উঠেছে। তবে আপাতত ভালো বিকল্প না থাকায় কোনো সিদ্ধান্ত হয়নি।
আগামী সেপ্টেম্বরে নেপালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ, যা নেপালও চূড়ান্ত করেছিল। তবে এশিয়ার বাইরের একটি দলও একই সময়ে বাংলাদেশে খেলার আগ্রহ দেখানোয় বিষয়টি নতুন করে বিবেচনা করা হচ্ছে।
ম্যাচের আগে বিদেশে কন্ডিশনিং ক্যাম্প ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প ফর্টিস গ্রুপের অবকাঠামোতে করার পরিকল্পনা আছে। সভা শেষে জাতীয় দল কমিটির সদস্য ও ফর্টিসের ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসেন বলেন, ‘হামজা চৌধুরির মতো তারকা আসায় বাংলাদেশ দল নিয়ে আগ্রহ বেড়েছে। তাই আমরা জাতীয় দলকে নিয়মিত খেলার মধ্যে রাখতে চাই।’