| ১৪ জুলাই ২০২৫
শিরোনাম:

জাতীয় দল থেকে বাদ অনূর্ধ্ব-২৩ দলে ফাহমিদুল ও কিউবা মিচেল

জাতীয় দল থেকে বাদ অনূর্ধ্ব-২৩ দলে ফাহমিদুল ও কিউবা মিচেল

সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় দলে অভিষেক হলেও সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে আর সিনিয়র দলে রাখা হচ্ছে না ফাহমিদুল ইসলামকে। ইতালিপ্রবাসী এই উইঙ্গারকে এবার রাখা হচ্ছে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য।

এদিকে সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলা কিউবা মিচেলও বাংলাদেশ যুব দলে খেলার জন্য তৈরি আছেন। জাতীয় দল কমিটির সর্বশেষ সভা থেকে জানানো হয়েছে, তাকেও অনূর্ধ্ব-২৩ দলে ডাকবে বাফুফে।

সম্প্রতি হয়ে যাওয়া প্রবাসী ফুটবলারদের ট্রায়াল থেকেও ৬-৭ জন খেলোয়াড়কে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত হয়েছে। সামির মিয়া, জায়ান আহমেদ, ইকরামুল ক্যাসপার ও বীতশোক চাকমা আছেন সেই তালিকায়। তবে যুব দলের কোচ এখনো চূড়ান্ত হয়নি। টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী, মারুফুল হক, জুলফিকার মাহমুদ ও মাসুদ কায়সারের নাম আলোচনায় আছে।

সভায় জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা নিয়ে প্রশ্নও উঠেছে। তবে আপাতত ভালো বিকল্প না থাকায় কোনো সিদ্ধান্ত হয়নি।

আগামী সেপ্টেম্বরে নেপালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ, যা নেপালও চূড়ান্ত করেছিল। তবে এশিয়ার বাইরের একটি দলও একই সময়ে বাংলাদেশে খেলার আগ্রহ দেখানোয় বিষয়টি নতুন করে বিবেচনা করা হচ্ছে।

ম্যাচের আগে বিদেশে কন্ডিশনিং ক্যাম্প ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প ফর্টিস গ্রুপের অবকাঠামোতে করার পরিকল্পনা আছে। সভা শেষে জাতীয় দল কমিটির সদস্য ও ফর্টিসের ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসেন বলেন, ‘হামজা চৌধুরির মতো তারকা আসায় বাংলাদেশ দল নিয়ে আগ্রহ বেড়েছে। তাই আমরা জাতীয় দলকে নিয়মিত খেলার মধ্যে রাখতে চাই।’

হাইকোর্টে স্থগিত টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতি মামলা, আপিলের ঘোষণা দুদকের

জাতীয় দল থেকে বাদ অনূর্ধ্ব-২৩ দলে ফাহমিদুল ও কিউবা মিচেল

শেখ রেহানার কন্যা ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছেন। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে শিগগিরই আপিল করবে দুদক।

 

গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ আসামি শাহ মো. খসরুজ্জামানের আবেদনের শুনানি শেষে মামলাটির ওপর রুল জারি করে স্থগিতাদেশ দেন।

দুদকের আইনজীবী এম এ আজিজ খান জানিয়েছেন, এই মামলার স্থগিতাদেশ বাতিলের জন্য উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি চলছে।

 

প্রসঙ্গত, অভিযোগ আছে গুলশানের একটি প্লট নিয়ে ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে একই ভবনে বিনামূল্যে একটি ফ্ল্যাট পেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এ ঘটনায় দুদক গত ১৫ এপ্রিল টিউলিপের পাশাপাশি রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে।

মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল বলে দুদক সূত্রে জানা গেছে। এমন সময়ে আসামিপক্ষের এক চিঠিতে হাইকোর্টের স্থগিতাদেশের খবর জানতে পারে দুদক।

মহাখালীতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধ বন্ধ যান চলাচল

জাতীয় দল থেকে বাদ অনূর্ধ্ব-২৩ দলে ফাহমিদুল ও কিউবা মিচেল

রাজধানীতে বাইরের সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধের কারণে ঢাকার মহাখালী রুটে ইনকামিং ও আউটগোয়িং যান চলাচল আংশিক বন্ধ হয়ে গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ এ তথ্য জানিয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে বনানীর বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ শুরু করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। রাজধানীতে অবাধে চলাচলের অনুমতির দাবিতে তারা এই অবরোধ করেন।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের সার্জেন্ট আনিসুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, অবরোধের কারণে উত্তরা-মহাখালী রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

তবে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে। গুলশান-২ থেকে গুলশান-১ হয়ে আমতলী, কিংবা গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা হয়ে ইনকামিং যান চলাচল চালানো হচ্ছে। এছাড়া আউটগোয়িং রুটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার কথা বলা হয়েছে। উত্তরা থেকে তেজগাঁও বা হাতিরঝিলের দিকেও এক্সপ্রেসওয়ের সুবিধা নেওয়া যাচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়াল সরকার

জাতীয় দল থেকে বাদ অনূর্ধ্ব-২৩ দলে ফাহমিদুল ও কিউবা মিচেল

সেনাবাহিনীসহ দেশের সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৩ জুলাই) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার ঊর্ধ্বতন সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, যাঁরা কোস্টগার্ড বা বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিয়োজিত আছেন, তাঁরাও এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারার আওতায় এ ক্ষমতা ১৪ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৬০ দিন কার্যকর থাকবে। সারাদেশে তাঁরা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

কোন কোন ধরণের অপরাধের ক্ষেত্রে এই ক্ষমতা প্রযোজ্য হবে তাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ফৌজদারী কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নেওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এরপর থেকে দুই মাস করে এর মেয়াদ নিয়মিতভাবে বাড়ানো হচ্ছে।

×