আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হ’ত্যার মা’মলায় সাবেক পুলিশ কর্মকর্তাসহ ১২ জন ট্রাইব্যুনালে হাজির

ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ ৮ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। একইসঙ্গে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন, সুজনসহ আরও ৪ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে।
রোববার (১৩ জুলাই) সকাল ১০টায় tight নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, গত ২ জুলাই আশুলিয়া গণহত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ১৯ জুন মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়ে।
এদিকে আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির মধ্যে ২৬ জনই পলাতক। পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল-২। আজ রোববার এই বিষয়ে শুনানি হবে বলে জানা গেছে।