| ১৪ জুলাই ২০২৫
শিরোনাম:

শাহবাগ মা’মলা ও কোটা আন্দোলনের এক বছর

শাহবাগ মা’মলা ও কোটা আন্দোলনের এক বছর

আজ ১৩ জুলাই ২০২৫। ঠিক এক বছর আগে, এই দিনে দেশে কোটা সংস্কার আন্দোলন পৌঁছেছিল ১৩তম দিনে। ওইদিন আন্দোলনকারীরা যেমন তাদের দাবির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তেমনি সরকারও আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দেয়।

সেদিনই অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মামলার এজাহারে বলা হয়, ১১ জুলাই শাহবাগে আন্দোলনকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে হামলা চালায়, এপিসি-২৫ ও ওয়াটার ক্যানন ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

এক সংবাদ ব্রিফিংয়ে তৎকালীন গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোটা ব্যবস্থা শতভাগ যৌক্তিক। ছাত্রলীগও এক ব্রিফিংয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়।

পাল্টা হিসেবে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক সংবাদ সম্মেলনে জানান, আন্দোলন দমাতে ও ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই রাষ্ট্রপতির কাছে স্বারকলিপি পেশের কর্মসূচিও ঘোষণা করে তারা।

হাইকোর্টে স্থগিত টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতি মামলা, আপিলের ঘোষণা দুদকের

শাহবাগ মা’মলা ও কোটা আন্দোলনের এক বছর

শেখ রেহানার কন্যা ও ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা ফ্ল্যাট জালিয়াতির মামলার কার্যক্রম হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছেন। তবে হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে শিগগিরই আপিল করবে দুদক।

 

গত ৮ জুলাই বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ আসামি শাহ মো. খসরুজ্জামানের আবেদনের শুনানি শেষে মামলাটির ওপর রুল জারি করে স্থগিতাদেশ দেন।

দুদকের আইনজীবী এম এ আজিজ খান জানিয়েছেন, এই মামলার স্থগিতাদেশ বাতিলের জন্য উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি চলছে।

 

প্রসঙ্গত, অভিযোগ আছে গুলশানের একটি প্লট নিয়ে ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে একই ভবনে বিনামূল্যে একটি ফ্ল্যাট পেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। এ ঘটনায় দুদক গত ১৫ এপ্রিল টিউলিপের পাশাপাশি রাজউকের সাবেক দুই কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে।

মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিল বলে দুদক সূত্রে জানা গেছে। এমন সময়ে আসামিপক্ষের এক চিঠিতে হাইকোর্টের স্থগিতাদেশের খবর জানতে পারে দুদক।

মহাখালীতে সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধ বন্ধ যান চলাচল

শাহবাগ মা’মলা ও কোটা আন্দোলনের এক বছর

রাজধানীতে বাইরের সিএনজিচালিত অটোরিকশা চালকদের অবরোধের কারণে ঢাকার মহাখালী রুটে ইনকামিং ও আউটগোয়িং যান চলাচল আংশিক বন্ধ হয়ে গেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ এ তথ্য জানিয়েছে।

রোববার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে বনানীর বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ শুরু করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। রাজধানীতে অবাধে চলাচলের অনুমতির দাবিতে তারা এই অবরোধ করেন।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের সার্জেন্ট আনিসুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, অবরোধের কারণে উত্তরা-মহাখালী রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

তবে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে। গুলশান-২ থেকে গুলশান-১ হয়ে আমতলী, কিংবা গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা হয়ে ইনকামিং যান চলাচল চালানো হচ্ছে। এছাড়া আউটগোয়িং রুটে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করার কথা বলা হয়েছে। উত্তরা থেকে তেজগাঁও বা হাতিরঝিলের দিকেও এক্সপ্রেসওয়ের সুবিধা নেওয়া যাচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়াল সরকার

শাহবাগ মা’মলা ও কোটা আন্দোলনের এক বছর

সেনাবাহিনীসহ দেশের সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৩ জুলাই) এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার ঊর্ধ্বতন সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তা, যাঁরা কোস্টগার্ড বা বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রেষণে নিয়োজিত আছেন, তাঁরাও এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারার আওতায় এ ক্ষমতা ১৪ জুলাই থেকে শুরু হয়ে আগামী ৬০ দিন কার্যকর থাকবে। সারাদেশে তাঁরা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

কোন কোন ধরণের অপরাধের ক্ষেত্রে এই ক্ষমতা প্রযোজ্য হবে তাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। ফৌজদারী কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নেওয়া যাবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এরপর থেকে দুই মাস করে এর মেয়াদ নিয়মিতভাবে বাড়ানো হচ্ছে।

×