শাহবাগ মা’মলা ও কোটা আন্দোলনের এক বছর

আজ ১৩ জুলাই ২০২৫। ঠিক এক বছর আগে, এই দিনে দেশে কোটা সংস্কার আন্দোলন পৌঁছেছিল ১৩তম দিনে। ওইদিন আন্দোলনকারীরা যেমন তাদের দাবির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তেমনি সরকারও আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দেয়।
সেদিনই অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মামলার এজাহারে বলা হয়, ১১ জুলাই শাহবাগে আন্দোলনকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে হামলা চালায়, এপিসি-২৫ ও ওয়াটার ক্যানন ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।
এক সংবাদ ব্রিফিংয়ে তৎকালীন গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোটা ব্যবস্থা শতভাগ যৌক্তিক। ছাত্রলীগও এক ব্রিফিংয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়।
পাল্টা হিসেবে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক সংবাদ সম্মেলনে জানান, আন্দোলন দমাতে ও ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই রাষ্ট্রপতির কাছে স্বারকলিপি পেশের কর্মসূচিও ঘোষণা করে তারা।