পুজোতেই টলিউডে অভিষেক হচ্ছে নওশাবার

কাজী নওশাবা : ছবি-সংগৃহীত
জয়া আহসান আর রাফিয়াথ রশিদ মিথিলার পর এবার টলিউডের পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের আরেক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। কলকাতার জনপ্রিয় নির্মাতা অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ওপার বাংলার দর্শকদের সামনে আসছেন তিনি।
দুই বছর আগে সিনেমাটির কাজ শেষ হলেও নানা জটিলতায় তা আর মুক্তি পায়নি। অবশেষে নির্মাতা ও প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন গতকাল শুক্রবার সিনেমাটির মোশন পোস্টার উন্মোচনের মাধ্যমে আসন্ন দুর্গাপূজায় মুক্তির তারিখ চূড়ান্ত করেছে।
রহস্য আর ধাঁধায় মোড়ানো এই ছবির গল্প সাজানো হয়েছে ফেলুদা-ঘরানার ছায়ায়। মূল চরিত্রে থাকছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। আর নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড় খুঁজতে কলকাতায় আসে।
এ বিষয়ে নওশাবা বলেন, ‘ছবিতে আবির চ্যাটার্জি আর আমি দুজনেই ফেলুদাভক্ত। সেই ভালোবাসা থেকেই আমাদের বন্ধুত্ব আর গল্পের সূত্র তৈরি। ফেলুদার ধাঁধা, রহস্য আর সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধাই পুরো সিনেমাজুড়ে ছড়িয়ে আছে। এটি কোনো গোয়েন্দা গল্প না, তবে গোয়েন্দার প্রতি ভালোবাসা রয়েছে প্রতিটি দৃশ্যে।’
অভিনেত্রী জানান, ‘এটি আমার কাছে একেবারে স্বপ্নের মতো ছিল। হঠাৎ অনিক দত্তর টেক্সট, অডিশন আর তারপর শুটিং। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং শেষ করেছি। এবার সেই ছবি দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে—এটা ভেবে দারুণ লাগছে।’