জামায়াতের সঙ্গে আর জোট নয়এনসিপির সঙ্গে আলোচনা চালাবে বিএনপি : সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমেদ : ছবি-সংগৃহীত
দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে আর কোনো নির্বাচনি জোট গঠন করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালাহউদ্দিন বলেন, “আমরা জামায়াতকে নিয়ে আর কোনো জোটের সম্ভাবনা দেখছি না। অতীতে কৌশলগত কারণে তাদের সঙ্গে ছিলাম, এবার প্রয়োজন নেই।”
তিনি জানান, বিএনপি এখন একমাত্র সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোটে মনোযোগী, যারা একযোগে গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার আগে নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা চলতে পারে।
জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে সালাহউদ্দিন বলেন, “দীর্ঘ আলোচনার দরকার নেই। যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সমাধান দরকার।” তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যত পুনঃপ্রতিষ্ঠার আশাবাদও ব্যক্ত করেন।
আসন্ন জাতীয় নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির বিরোধিতা করে তিনি বলেন, “বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি উপযোগী নয়। এ ব্যবস্থা জনগণের সরাসরি ভোটাধিকারকে দুর্বল করবে।”
আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সালাহউদ্দিন বলেন, “আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়, এক ধরনের ফ্যাসিবাদী ও মাফিয়া শক্তিতে পরিণত হয়েছে।”