| ১২ জুলাই ২০২৫
শিরোনাম:

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক-বাণিজ্য আলোচনা দ্বিতীয় দিন শেষ

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক-বাণিজ্য আলোচনা দ্বিতীয় দিন শেষ

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চলমান শুল্ক-বাণিজ্য চুক্তি সংক্রান্ত তিন দিনব্যাপী আলোচনার দ্বিতীয় দিনের বৈঠক শেষ হয়েছে। শুক্রবার (১১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দ্বিতীয় দিনের আলোচনায় দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যতের বাণিজ্যের ধারা, শুল্ক কাঠামো ও পারস্পরিক স্বার্থের বিষয়ে বিস্তারিত উপস্থাপন, যুক্তি-তর্ক এবং পর্যালোচনা হয়। একাধিক বিষয়ে উভয়পক্ষ প্রাথমিকভাবে একমত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। এই অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ওয়াশিংটন সময় শুক্রবার সকাল ৯টায় তৃতীয় দিনের বৈঠক শুরু হবে।

দ্বিতীয় দিনের আলোচনায় বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একান্ত বৈঠক করেছেন ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসাডর জেমিসন গ্রিয়ার-এর সঙ্গে, যিনি ট্রাম্প প্রশাসনের সময় মন্ত্রী পদমর্যাদার গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছিলেন। শুল্ক আলোচনার পাশাপাশি দুই দেশের পারস্পরিক বাণিজ্য ও স্বার্থ নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা হয়।

বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্রে রফতানি নয়, আমদানিও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ইতিমধ্যেই শুরু হয়েছে। শুল্কে ন্যায্যতা এবং প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করা হয়েছে। জেমিসন গ্রিয়ার বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধিতে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সরাসরি অংশ নেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হ’ত্যায় চাঁদাবাজি নয় ছিল ভাঙারির দখল দ্বন্দ্ব: পুলিশ

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক-বাণিজ্য আলোচনা দ্বিতীয় দিন শেষ

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ (৩৯) হত্যাকাণ্ডের পেছনে চাঁদাবাজি নয়, ভাঙারি দোকানের দখল ও লেনদেন নিয়ে দ্বন্দ্বই মূল কারণ বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাহিন নামের একজন মামলার এক নম্বর আসামি হিসেবে চিহ্নিত।

ডিসি জসীম উদ্দিন বলেন, ‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেই আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত নয়। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তে কোনো রাজনৈতিক বিবেচনা প্রভাব ফেলবে না।’

গত ৯ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ও আলোচনা। এ ঘটনায় নিহতের বোন কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখসহ আরও ১০-১৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য বের করার চেষ্টা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভাঙারি দোকানের দখলসংক্রান্ত বিরোধই প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

পুজোতেই টলিউডে অভিষেক হচ্ছে নওশাবার

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক-বাণিজ্য আলোচনা দ্বিতীয় দিন শেষ

কাজী নওশাবা : ছবি-সংগৃহীত

জয়া আহসান আর রাফিয়াথ রশিদ মিথিলার পর এবার টলিউডের পর্দায় অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের আরেক অভিনেত্রী কাজী নওশাবা আহমেদের। কলকাতার জনপ্রিয় নির্মাতা অনিক দত্ত পরিচালিত ‘যত কাণ্ড কলকাতাতেই’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো ওপার বাংলার দর্শকদের সামনে আসছেন তিনি।

দুই বছর আগে সিনেমাটির কাজ শেষ হলেও নানা জটিলতায় তা আর মুক্তি পায়নি। অবশেষে নির্মাতা ও প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশন গতকাল শুক্রবার সিনেমাটির মোশন পোস্টার উন্মোচনের মাধ্যমে আসন্ন দুর্গাপূজায় মুক্তির তারিখ চূড়ান্ত করেছে।

রহস্য আর ধাঁধায় মোড়ানো এই ছবির গল্প সাজানো হয়েছে ফেলুদা-ঘরানার ছায়ায়। মূল চরিত্রে থাকছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। আর নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড় খুঁজতে কলকাতায় আসে।

এ বিষয়ে নওশাবা বলেন, ‘ছবিতে আবির চ্যাটার্জি আর আমি দুজনেই ফেলুদাভক্ত। সেই ভালোবাসা থেকেই আমাদের বন্ধুত্ব আর গল্পের সূত্র তৈরি। ফেলুদার ধাঁধা, রহস্য আর সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধাই পুরো সিনেমাজুড়ে ছড়িয়ে আছে। এটি কোনো গোয়েন্দা গল্প না, তবে গোয়েন্দার প্রতি ভালোবাসা রয়েছে প্রতিটি দৃশ্যে।’

অভিনেত্রী জানান, ‘এটি আমার কাছে একেবারে স্বপ্নের মতো ছিল। হঠাৎ অনিক দত্তর টেক্সট, অডিশন আর তারপর শুটিং। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং শেষ করেছি। এবার সেই ছবি দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে—এটা ভেবে দারুণ লাগছে।’

মিটফোর্ডে সোহাগ হ’ত্যা: জড়িত সবাই আইনের আওতায় আসবে স্বরাষ্ট্র উপদেষ্টা

ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক-বাণিজ্য আলোচনা দ্বিতীয় দিন শেষ

জাহাঙ্গীর আলম চৌধুরী : ছবি-সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) সকালে পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, “মিটফোর্ডের এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি সভ্য সমাজে এমন বর্বরতা কোনোভাবেই আশা করা যায় না। দায়ীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই ঘটনায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতরাতেও একজন ধরা পড়েছে। এর আগে র‌্যাব দুজনকে অস্ত্রসহ আটক করে এবং মেট্রোপলিটন পুলিশের হাতেও দুজন গ্রেপ্তার হয়। এছাড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দলও অভিযানে রয়েছে।

তিনি আরও বলেন, “বিচার প্রক্রিয়া কখনোই আইন-শৃঙ্খলা বাহিনীর কারণে বিলম্বিত হয় না। তারা কোনোভাবেই নির্লিপ্ত নয়। পুলিশ ও র‌্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”

একইসঙ্গে তিনি চাঁদপুরের আরেকটি ঘটনার কথাও উল্লেখ করে বলেন, সেখানেও জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে। আইন হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনের শাসনের প্রতি আস্থা রাখুন, অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।”

×