| ১৩ জুলাই ২০২৫
শিরোনাম:

মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড় শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!

মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড় শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!

প্রযুক্তিপণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহের ফলে রাজধানীর শীর্ষস্থানীয় দুই শপিংমল—বসুন্ধরা সিটি শপিং মল ও যমুনা ফিউচার পার্কে প্রতিদিনই দেখা যাচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক ক্রেতা। তবে সপ্তাহের অন্য দিনের তুলনায় শুক্রবারে প্রযুক্তিপণ্যে আগ্রহ বেশি দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

বিশেষ করে স্মার্টফোন ও গ্যাজেট নিয়ে আগ্রহী ক্রেতাদের মধ্যে একটি পরিচিত গন্তব্য হয়ে উঠেছে ‘মোবাইল বাজ বিডি’। প্রতি মঙ্গলবার ও শুক্রবার যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মল এ কিছু বিশেষ পণ্যে সীমিত সময়ের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে তারা, যা ক্রেতাদের আকৃষ্ট করছে।

বর্তমানে বিক্রয়ের শীর্ষে রয়েছে— iPhone 16 Pro Max, Phone 16 Pro, iPhone 16, Samsung Galaxy, S25 Ultra, Galaxy S25 Edge, Galaxy S25 5G ইত্যাদি।

প্রযুক্তিপণ্যপ্রেমীদের জন্য আকর্ষণীয় বিষয় হলো—স্মার্টফোনের পাশাপাশি এখানে একসাথে ল্যাপটপ, ট্যাবলেট, এক্সেসরিজ ও আনুষঙ্গিক ডিভাইস পাওয়া যাচ্ছে।

২০১৬ সালে বসুন্ধরা সিটি শপিং মলে শাকিল আহমেদের হাত ধরে মোবাইল বাজ বিডি-র যাত্রা শুরু। ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টির ওপর ভিত্তি করে অল্পসময়েই প্রতিষ্ঠানটি ঢাকার অন্যতম পরিচিত টেক-রিটেইল ব্র্যান্ডে পরিণত হয়। বর্তমানে বসুন্ধরা সিটি শপিং মলের পাশাপাশি যমুনা ফিউচার পার্কেও রয়েছে পূর্ণাঙ্গ আউটলেট।

একইসঙ্গে অনলাইন অর্ডার ও হোম ডেলিভারির মাধ্যমে সারা দেশে মোবাইল বাজ বিডি তাদের কার্যক্রম পরিচালনা করছে। ওয়েবসাইট: https://mobilebuzzbd.com/

গ্রাহকসেবায় রয়েছে— স্মার্টফোন, ল্যাপটপ ও আনুষঙ্গিক পণ্যের বিক্রয় ক্রেডিট কার্ডে সহজ কিস্তিতে (EMI) কেনার সুবিধা কর্পোরেট ও B2B কেনাকাটার ব্যবস্থা পুরোনো ফোন দিয়ে নতুন ফোনে ট্রেড-ইন সুবিধা ওয়ারেন্টি সাপোর্ট ও বিক্রয় পরবর্তী সার্ভিস বর্তমানে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, শাওমি, রিয়েলমি, ভিভো, অপ্পোসহ প্রায় সব জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য পাওয়া যাচ্ছে এক ছাদের নিচে।

প্রযুক্তিপণ্যে নির্ভরযোগ্যতা, সঠিক দামের নিশ্চয়তা এবং গ্রাহকসেবায় যত্নশীল মনোভাবের কারণেই মোবাইল বাজ বিডি ক্রমেই হয়ে উঠছে নতুন প্রজন্মের ভরসার নাম।

সংলাপে প্রধান বিচারপতি নিয়োগতত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে আলোচনা আজ

মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড় শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!

প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা জারির মতো তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বসছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ক দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের বৈঠক শুরু হবে।

এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল অংশ নেবে।

দিবসের আলোচনার শুরুতে প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এরপর তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারির বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে কমিশন। বৈঠকের সূচনা বক্তব্য দেবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শাহবাগ মা’মলা ও কোটা আন্দোলনের এক বছর

মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড় শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!

আজ ১৩ জুলাই ২০২৫। ঠিক এক বছর আগে, এই দিনে দেশে কোটা সংস্কার আন্দোলন পৌঁছেছিল ১৩তম দিনে। ওইদিন আন্দোলনকারীরা যেমন তাদের দাবির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তেমনি সরকারও আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দেয়।

সেদিনই অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মামলার এজাহারে বলা হয়, ১১ জুলাই শাহবাগে আন্দোলনকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে হামলা চালায়, এপিসি-২৫ ও ওয়াটার ক্যানন ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

এক সংবাদ ব্রিফিংয়ে তৎকালীন গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোটা ব্যবস্থা শতভাগ যৌক্তিক। ছাত্রলীগও এক ব্রিফিংয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়।

পাল্টা হিসেবে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক সংবাদ সম্মেলনে জানান, আন্দোলন দমাতে ও ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই রাষ্ট্রপতির কাছে স্বারকলিপি পেশের কর্মসূচিও ঘোষণা করে তারা।

মিটফোর্ড হ’ত্যা: টিটন গাজীকে ৫ দিনের রি’মান্ডে পাঠাল আদালত

মোবাইল বাজ বিডিতে নিয়মিত ভীড় শুক্রবার ও মঙ্গলবারে প্রযুক্তিপণ্যে বাড়তি আগ্রহ!

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার আসামি টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে টিটন গাজীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হলো।

গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় নিহতের বোন কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

×