তাণ্ডব’ শেষে যুক্তরাষ্ট্রে অবকাশে সাবিলা নূর নতুন সিনেমার অপেক্ষায়

সাবিলা_নূর : ছবি-সংগৃহীত
নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার বড় পর্দায় নায়িকা হয়ে সাড়া ফেলেছেন। রায়হান রাফীর ঈদ মুক্তি পাওয়া ছবি ‘তাণ্ডব’-এ অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছবির শুটিং, প্রচারণা আর মুক্তির পর টানা ব্যস্ত সময় পার করে এখন স্বামী নেহাল তাহেরকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবকাশযাপনে আছেন এই অভিনেত্রী।
সাবিলা নূর কালের কণ্ঠকে বলেন, ‘টানা ব্যস্ততার পর অবকাশ খুব দরকার। আমরা অনেক দেশ ঘুরেছি, এবার নিউইয়র্কে এসেছি। অবকাশের পর আবার কাজে ফিরব।’
তাণ্ডবের প্রিয় মুহূর্ত তাণ্ডব’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা। ছবির ‘তোমাকে ভালোবেসে’ গানের দৃশ্য আর বিয়ের দৃশ্যগুলো তার সবচেয়ে প্রিয়। সাবিলা বলেন, ‘প্রথম বাণিজ্যিক ছবিতে দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করেছে, আমি সন্তুষ্ট।’
ছবির ‘লিচুর বাগানে’ গানটি ভাইরাল হয়ে গেছে। সাবিলা বলেন, ‘গানটা নিয়ে প্রত্যাশা ছিল, তবে তা ছাপিয়ে গেছে। দর্শক যেমন ভিডিও মিমস বানাচ্ছে, দেখে ভালোই লাগছে।’
স্ক্রিনটাইম নিয়ে ভক্তদের আক্ষেপ
ছবিতে কম উপস্থিতি নিয়ে অনেকে হতাশ হলেও সাবিলা বলেছেন, ‘আমি শুরু থেকেই জানতাম কতটুকু সময় পর্দায় থাকব। যতটুকু ছিল, তাতে গল্পে প্রভাব রাখতে পেরেছি।’
নাটক নাকি সিনেমা? বড় পর্দার অভিষেক হলেও নাটক ছাড়ছেন না বলে জানালেন সাবিলা নূর। ‘নাটক দিয়েই পরিচিতি, তবে এখন সিনেমা আর ওটিটি বেশি করছি। ভালো গল্প হলে নাটকও করব।’
সমালোচনা পিছু ছাড়ে না শোবিজে এক যুগেরও বেশি সময়ে সমালোচনা ও ট্রল নিয়েই বাঁচতে শিখেছেন সাবিলা। তিনি বলেন, ‘মন খারাপ হয়, তবে পুষে রাখি না।’
নতুন ছবির ইঙ্গিত ‘তাণ্ডব’-এর পর নতুন সিনেমা বা ওয়েবপ্রজেক্ট নিয়ে কথা চলছে বলে জানিয়েছেন সাবিলা নূর। ভক্তরা এখন অপেক্ষায়, কবে তিনি নতুন প্রজেক্টের ঘোষণা দেবেন।