শাকিব-অপুর বিয়ের অজানা গল্প প্রকাশ্যে মুখ খুললেন অপু বিশ্বাস

অপুবিশ্বাস : ছবি-সংগৃহীত
বাংলা সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস একসঙ্গে কাজ করেছেন বহু হিট ছবিতে। তবে শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তাদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রেম, লুকিয়ে বিয়ে, সন্তান আর শেষ পর্যন্ত বিচ্ছেদ—সব মিলিয়ে তাদের জীবনের গল্প এখনো শিরোনামে থাকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব প্রসঙ্গ ফের উঠে আসে অপু বিশ্বাসের কথায়। সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, শাকিবের সঙ্গে বিয়ের সময় কত ভরি গহনা পরেছিলেন? এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলেও অপু হেসে বলেন, ‘কত ভরি, সেটা বলা কি খুব দরকার? গোপনে বিয়ে করেছিলাম তো। সুতরাং যতটা পরার কথা ছিল ততটা পরিনি। খুবই ছিমছামভাবে বিয়ে হয়েছিল আমাদের।’
বিয়ের পর অপু বিশ্বাসের ধর্ম পরিবর্তন নিয়েও একসময় নানা গুঞ্জন শোনা যায়। এ নিয়ে অপু স্পষ্ট করে বলেন, ‘সত্যি বলতে, বিয়ের পরও আমি নিজের ধর্মেই ছিলাম। ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি, ক্যারিয়ারের জন্য। শাকিব তখন আমার স্বামী ছিল, তাকে সাপোর্ট করাই দায়িত্ব ছিল। সবাই ভাবত যেহেতু আমি মুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমিও মুসলিম হয়েছি। কিন্তু আসলে আমি হিন্দুই ছিলাম এবং আছি। বিয়ের পর ধর্ম পরিবর্তনের কোনো আনুষ্ঠানিকতা হয়নি।’
অপু বিশ্বাস আরো জানান, সন্তান আব্রাম খান জয়ের জন্মের বিষয়টি তারা দুজনেই গোপন রেখেছিলেন। ২০১৭ সালের ১০ এপ্রিল হঠাৎ এক টিভি লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর প্রকাশ করেন অপু। শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। তাদের ছেলে জয় জন্ম নেয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। এরপর ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়।
বিয়ের অজানা গল্প থেকে সন্তান আর ধর্ম পরিবর্তনের গুঞ্জন—সব মিলিয়ে শাকিব-অপু জুটির বাস্তব গল্প আজো ভক্তদের আলোচনার কেন্দ্রে।