বলিউডে অভিষেক সাই পল্লবীর আমির খানের ছেলের বিপরীতে

সাই_পল্লবী : ছবি-সংগৃহীত
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার বলিউডে পা রাখতে যাচ্ছেন। তার প্রথম হিন্দি সিনেমা ‘এক দিন’-এ তিনি জুটি বাঁধছেন বলিউড সুপারস্টার আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গে।
আরও বড় চমক হচ্ছে, ছবিটি প্রযোজনা করছেন স্বয়ং আমির খান ও তার ভাই মনসুর খান। দীর্ঘ ১৭ বছর পর এই দুই ভাই একসঙ্গে প্রযোজনায় ফিরছেন। তাদের সর্বশেষ যৌথ প্রযোজনা ছিল ২০০৮ সালের ব্লকবাস্টার হিট ‘জানে তু ইয়া জানে না’।
‘এক দিন’ সিনেমাটি পরিচালনা করেছেন সুনীল পাণ্ডে। ছবিটি আগামী ৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন চলচ্চিত্র বিশ্লেষক তারান আদর্শ।
অন্যদিকে জুনায়েদ খান বলিউডে অভিষেক করেছেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালিত ‘মহারাজ’ সিনেমার মাধ্যমে। চলতি বছরের শুরুতে তিনি ‘লাভেয়াপা’ ছবিতেও অভিনয় করেছেন। তবে বক্স অফিসে এখনো নিজেকে প্রমাণের অপেক্ষায় রয়েছেন আমিরপুত্র।
প্রথম হিন্দি সিনেমার মাধ্যমে বলিউডে সাই পল্লবীর এন্ট্রি নিয়ে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।