মস্কো-পিয়ংইয়ং রুটে সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া

রাশিয়ার ট্যুর অপারেটরদের অ্যাসোসিয়েশন (এটর) জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে মস্কো থেকে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।
এটর-এর তথ্য অনুযায়ী, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াটসিয়া চার্টার এয়ারলাইন নর্ডউইন্ডকে মস্কো-পিয়ংইয়ং রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। নর্ডউইন্ড গত জুনে এই লাইসেন্সের জন্য আবেদন করেছিল।
বর্তমানে দুই দেশের মধ্যে একমাত্র সরাসরি ফ্লাইট পরিচালনা করছে উত্তর কোরিয়ার এয়ার কোরিও। এই এয়ারলাইন্সটি সপ্তাহে দু’বার পিয়ংইয়ং থেকে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টক রুটে যাত্রী পরিবহন করছে। কোভিড-১৯ মহামারীর কারণে বন্ধ থাকার পর ২০২৩ সালের আগস্টে এ রুটটি পুনরায় চালু হয়।
ভ্লাদিভোস্টক-পিয়ংইয়ং রুট পুনরায় চালুর সময় রোসাভিয়াটসিয়া উত্তর কোরিয়ার বিমান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে রাশিয়ার এয়ারলাইন্সগুলোকে নিয়মিত ফ্লাইট চালু করতে উৎসাহিত করেছিল।
এটর জানিয়েছে, মস্কোর শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরের শিডিউলে ২৭ জুলাই থেকে নতুন পিয়ংইয়ং ফ্লাইট যুক্ত হয়েছে।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের পর থেকে উত্তর কোরিয়া রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে কামান ও ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করছে। সম্প্রতি রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা একাধিকবার উত্তর কোরিয়া সফর করেছেন এবং গত বছর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরে দুই দেশের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।