| ১২ জুলাই ২০২৫
শিরোনাম:

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল ৪-০ গোলে

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল ৪-০ গোলে

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে লুইস এনরিকের পিএসজি। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের কোনো সুযোগই দেয়নি ফরাসি ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের ভুল কাজে লাগায় পিএসজি। মাত্র ৬ মিনিটেই রাউল অ্যাসেনসিওর ভুলে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় লা প্যারিসিয়ানরা। তিন মিনিট পরই আরেকটি ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওসমান ডেম্বেলে।

প্রথমার্ধের ২৪ মিনিটেই তৃতীয় গোলটি করে রিয়ালকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন রুইজ। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে রিয়াল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পিএসজির রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৮৮ মিনিটে গনসালো রামোসের গোলে ব্যবধান ৪-০ করে জয় নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি।

আগামী ১৪ জুলাই ফাইনালে শিরোপার লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষ হবে ইংলিশ ক্লাব চেলসি।

ব্যালন ডি’অরের দৌড়ে দেম্বেলেই এগিয়ে: গ্যারেথ বেল

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল ৪-০ গোলে

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরাসি তারকা ওসমান দেম্বেলেকে চলতি মৌসুমের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখছেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ওয়েলস তারকা গ্যারেথ বেল।

এ মৌসুমে পিএসজি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো জিতেছে ইউরোপ সেরার মুকুট—উয়েফা চ্যাম্পিয়নস লিগ। ফাইনালে মিউনিখে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে ফরাসি ক্লাবটি। এর সঙ্গে লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ (কোপ দে ফ্রাঁস) ও ট্রফি দেস চ্যাম্পিয়নসও জিতেছে তারা।

এখন আর মাত্র একটি ধাপ বাকি—রবিবার চেলসির বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনাল। এই ম্যাচ জিতলেই মৌসুমের সম্ভাব্য সব ট্রফি জিতে ফেলবে লুইস এনরিকের দল।

মৌসুমজুড়ে দুর্দান্ত ফর্মে থাকা ২৮ বছর বয়সী উইঙ্গার দেম্বেলে এখন পর্যন্ত ৫৩ ম্যাচে করেছেন ৩৫ গোল, করিয়েছেন ১৬টি।

বেল বলেন, ‘হ্যাঁ, আমার মতে দেম্বেলেই এগিয়ে। শুধু ব্যক্তিগত পারফরম্যান্স নয়, দল কী জিতেছে সেটাও দেখতে হয়। চ্যাম্পিয়নস লিগ ও ঘরোয়া শিরোপা জিতেছে সে, সম্ভাব্য সব ট্রফি জিততে যাচ্ছে—এতকিছুর পর অন্য কাউকে এগিয়ে রাখা কঠিন।’

দেম্বেলের সঙ্গে ব্যালন ডি’অর দৌড়ে আছেন পিএসজি সতীর্থ ভিতিনিয়া, বার্সেলোনার লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও লিভারপুলের মোহাম্মদ সালাহ।

গাজায় ইসরায়েলি হা’মলায় ২৪ ঘণ্টায় নি’হত ৬১

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল ৪-০ গোলে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নতুন করে আরও রক্ত ঝরেছে। শুক্রবার শুরু হওয়া এই হামলা শনিবার (১২ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৩১ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর থেকে দক্ষিণ গাজার বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার কেন্দ্রের নুসেইরাত শরণার্থী শিবির, দেইর আল-বালাহ, খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকা এবং আরও কয়েকটি স্থানে বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।

বিশেষ করে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুতদের তাঁবুতে চালানো হামলায় ৭ জনের মৃত্যু হয়েছে। দেইর আল-বালাহ এলাকায় দু’টি বিমান হামলায় নিহত হয়েছেন ৪ জন।

সবচেয়ে মর্মান্তিক হচ্ছে—ত্রাণ সংগ্রহ করতে গিয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো নিশ্চিত করেছে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের মে মাস থেকে এ পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে প্রায় ৮০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

রামাল্লাহর উত্তরে সিঞ্জিল শহরেও ইসরায়েলি বাহিনীর অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।

‘বিচার-সংস্কারের নামে নির্বাচন পেছানো চলবে না’ — মঈন খান

ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল ৪-০ গোলে

ড. আব্দুল মঈন খান : ছবি-সংগৃহীত

‘আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন’— এই যুক্তি আর শুনতে চায় না বিএনপি। নির্বাচন পেছানোর অজুহাত হিসেবে বিচার ও সংস্কারের কথা বলা আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শনিবার (১২ জুলাই) সকালে রাজশাহীর ভুবন-মোহন পার্কে মহানগর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির একটাই দাবি— জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচন। বিচার-সংস্কার চলতে থাকবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হবে গণতন্ত্র ফিরিয়ে আনা।’

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ নয়, আমাদের আচরণে গণতন্ত্র ও সংযমের ছাপ থাকতে হবে।’

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব মামুন-অর-রশীদ।

অনুষ্ঠানে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মঈন খান।

×