ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি, রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিল ৪-০ গোলে

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে উঠেছে লুইস এনরিকের পিএসজি। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের কোনো সুযোগই দেয়নি ফরাসি ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের ভুল কাজে লাগায় পিএসজি। মাত্র ৬ মিনিটেই রাউল অ্যাসেনসিওর ভুলে ফ্যাবিয়ান রুইজের গোলে এগিয়ে যায় লা প্যারিসিয়ানরা। তিন মিনিট পরই আরেকটি ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওসমান ডেম্বেলে।
প্রথমার্ধের ২৪ মিনিটেই তৃতীয় গোলটি করে রিয়ালকে ম্যাচ থেকে কার্যত ছিটকে দেন রুইজ। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে রিয়াল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পিএসজির রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ৮৮ মিনিটে গনসালো রামোসের গোলে ব্যবধান ৪-০ করে জয় নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি।
আগামী ১৪ জুলাই ফাইনালে শিরোপার লড়াইয়ে পিএসজির প্রতিপক্ষ হবে ইংলিশ ক্লাব চেলসি।