ক্লাব বিশ্বকাপের ফাইনাল মাঠে বসেই দেখবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ স্টেডিয়ামে গিয়ে উপভোগ করবেন। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ট্রাম্প।
রবিবার (১৪ জুলাই) নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল। ইতোমধ্যে সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। তারা মুখোমুখি হবে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর সঙ্গে।
এর আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছরের মার্চে হোয়াইট হাউস সফরে গিয়ে ট্রাম্পকে ফাইনালে আমন্ত্রণ জানিয়েছিলেন। নিউ জার্সির গভর্নর ফিল মারফিও গত জুনে ট্রাম্পকে ম্যাচে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। অবশেষে ট্রাম্প নিশ্চিত করলেন, তিনি স্টেডিয়ামে বসে ফাইনাল দেখবেন।
ক্রীড়াঙ্গনে ট্রাম্পের সরব উপস্থিতি নতুন নয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ অরলিন্সে সুপার বোল দেখেছিলেন তিনি। তিনিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি সরাসরি সুপার বোল ম্যাচে গিয়েছিলেন।
ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো জানিয়েছেন, ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে মার্কিন সরকারের সহযোগিতা ‘অসাধারণ’। মেটলাইফ স্টেডিয়ামেই ২০২৬ সালের বিশ্বকাপের ফাইনালসহ অন্তত আটটি ম্যাচ হবে। ফলে চলতি ক্লাব বিশ্বকাপকেই বড় প্রস্তুতির অংশ হিসেবে দেখছে ফিফা।
রবিবারের ফাইনাল ঘিরে উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করবে প্রেসিডেন্ট ট্রাম্পের উপস্থিতি।