| ১৩ জুলাই ২০২৫
শিরোনাম:

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো সুবিধা কাজে লাগানোর পরামর্শ ইউনূসের

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো সুবিধা কাজে লাগানোর পরামর্শ ইউনূসের

মুহাম্মদ ইউনূস : ছবি-সংগৃহীত

ভুটানকে বাংলাদেশের সব ধরনের অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত ভুটানি রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ পরামর্শ দেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন। এসময় তিনি দীর্ঘদিনের ঐতিহাসিক ও চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে বাংলাদেশে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, চিকিৎসা শিক্ষা ও অন্যান্য খাতে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেন।

মানুষে মানুষে সম্পর্কের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, দুই দেশের যুব সমাজের মধ্যে পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে সাংস্কৃতিক বন্ধন আরও জোরদার করা যেতে পারে। তিনি আরও বলেন, বাংলাদেশ সার্কের চেতনা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

প্রধান উপদেষ্টা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন, তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

সংলাপে প্রধান বিচারপতি নিয়োগতত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা নিয়ে আলোচনা আজ

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো সুবিধা কাজে লাগানোর পরামর্শ ইউনূসের

প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও জরুরি অবস্থা জারির মতো তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপে বসছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সংস্কার বিষয়ক দ্বিতীয় পর্যায়ের ১১তম দিনের বৈঠক শুরু হবে।

এতে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দল অংশ নেবে।

দিবসের আলোচনার শুরুতে প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এরপর তত্ত্বাবধায়ক সরকার ও জরুরি অবস্থা জারির বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেবে কমিশন। বৈঠকের সূচনা বক্তব্য দেবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শাহবাগ মা’মলা ও কোটা আন্দোলনের এক বছর

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো সুবিধা কাজে লাগানোর পরামর্শ ইউনূসের

আজ ১৩ জুলাই ২০২৫। ঠিক এক বছর আগে, এই দিনে দেশে কোটা সংস্কার আন্দোলন পৌঁছেছিল ১৩তম দিনে। ওইদিন আন্দোলনকারীরা যেমন তাদের দাবির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তেমনি সরকারও আন্দোলন দমনে কঠোর অবস্থান নেয়ার ইঙ্গিত দেয়।

সেদিনই অজ্ঞাতনামা বহু আন্দোলনকারীকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মামলার এজাহারে বলা হয়, ১১ জুলাই শাহবাগে আন্দোলনকারীরা পুলিশ ব্যারিকেড ভেঙে হামলা চালায়, এপিসি-২৫ ও ওয়াটার ক্যানন ভাঙচুর করে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

এক সংবাদ ব্রিফিংয়ে তৎকালীন গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশিদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোটা ব্যবস্থা শতভাগ যৌক্তিক। ছাত্রলীগও এক ব্রিফিংয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়।

পাল্টা হিসেবে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এক সংবাদ সম্মেলনে জানান, আন্দোলন দমাতে ও ভিন্ন খাতে প্রবাহিত করতেই এই মামলা দায়ের করা হয়েছে। ১৪ জুলাই রাষ্ট্রপতির কাছে স্বারকলিপি পেশের কর্মসূচিও ঘোষণা করে তারা।

মিটফোর্ড হ’ত্যা: টিটন গাজীকে ৫ দিনের রি’মান্ডে পাঠাল আদালত

ভুটানকে বাংলাদেশের অবকাঠামো সুবিধা কাজে লাগানোর পরামর্শ ইউনূসের

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেফতার আসামি টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে টিটন গাজীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হলো।

গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় নিহতের বোন কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

×