‘সাংসদ হয়েও পঞ্চায়েত লেভেলের কাজ রাজনীতিতে বিরক্ত কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত : ছবি-সংগৃহীত
বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এখন ভারতের লোকসভার সংসদ সদস্য। এক বছর আগে হইচই করে বিজেপিতে যোগ দিয়ে মান্ডি কেন্দ্র থেকে সংসদে পৌঁছেছিলেন তিনি। তবে বছর ঘুরতে না ঘুরতেই রাজনীতির বাস্তবতা তাকে কিছুটা বিরক্ত করছে—এমনটাই জানালেন তিনি নিজেই।
সম্প্রতি ইউটিউব চ্যানেল ‘আত্মা ইন রাভি’-এর এক পডকাস্টে কঙ্গনা অকপটে বলেন, বলিউডের মতো রাজনীতির ময়দানও চ্যালেঞ্জে ভরা। তবে অভিনয়ের চেয়ে রাজনীতি একেবারেই ভিন্ন ধরণের কাজ, যা নিয়ে তার কখনোই আগ্রহ ছিল না।
কঙ্গনা বলেন, ‘আমি কখনো সামাজিক সেবার কথা ভাবিনি। নারী অধিকারের জন্য লড়াই করেছি, তবে তা আলাদা। এখন দেখছি, কারো নালা ভেঙেছে, রাস্তা খারাপ—এসব নিয়ে সবাই আমার কাছে আসছে। আমি সাংসদ হয়ে পঞ্চায়েতের বিধায়ক লেভেলের কাজ কেন করব?’
তিনি আরও বলেন, ‘মানুষ ভুলে যায় যে আমি একজন সাংসদ। ভাঙা রাস্তা থেকে ড্রেন—সব সমস্যা নিয়ে চলে আসে। যখন বলি এসব রাজ্য সরকারের দায়িত্ব, তখন তারা বলে—আপনার তো নিজের টাকা আছে, আপনি ঠিক করে দিন।’
২০২৪ সালের মার্চে বিজেপিতে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে জয়ী হন কঙ্গনা। এদিকে বলিউডের পর এবার হলিউড অভিষেকের প্রস্তুতিও নিচ্ছেন তিনি। তার অভিনীত নতুন হরর মুভি ‘ব্লেসড বি দ্য এভিল’-এর শুটিং আগামী বছর নিউইয়র্কে শুরু হবে।