তেলের বিনিময়ে চীনের ‘এইচকিউ-৯’ ক্ষেপণাস্ত্র কিনল ইরান

ইসরায়েলের ধারাবাহিক হামলায় ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্নির্মাণে চীনের তৈরি অত্যাধুনিক বিমান-প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে ইরান। মধ্যপ্রাচ্যের একাধিক গণমাধ্যম ও মিডল ইস্ট আই জানিয়েছে, সম্প্রতি ইরান তেলের বিনিময়ে চীনের কাছ থেকে ‘এইচকিউ-৯’ বা অনুরূপ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম পেয়েছে।
মূলত রুশ ‘এস-৩০০’-এর আদলে তৈরি এই ‘এইচকিউ-৯’ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৩০০ কিলোমিটার এবং একেকটি ক্ষেপণাস্ত্র ১৮০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম। ২০০১ সাল থেকে ব্যবহৃত এই এয়ার ডিফেন্স সিস্টেম শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর এখন যুদ্ধবিরতি চলছে। এই বিরতিতে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে তেহরান। এরই অংশ হিসেবে নতুন ক্ষেপণাস্ত্র সিস্টেম ইতোমধ্যেই ইরানে পৌঁছেছে।
সূত্রগুলো বলছে, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। ইসরায়েল একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় সাফল্যের সঙ্গে হামলা চালাতে সক্ষম হয়। তাই নিজেদের নিরাপত্তা জোরদারে এখন অগ্রাধিকার দিচ্ছে তেহরান। এ বিষয়ে হোয়াইট হাউসও অবগত রয়েছে বলে দাবি করা হয়েছে।