পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৮০ হাজার ৫০০ জন বাংলাদেশি হাজি

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন মোট ৮০ হাজার ৫০০ জন বাংলাদেশি হাজি। বুধবার (৯ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।
ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৫ হাজার ৮৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৫ হাজার ৪১৩ জন। বাংলাদেশি হাজিদের যাত্রা ও ফেরত আনার জন্য যুক্ত রয়েছে তিনটি বিমান সংস্থা—বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন পর্যন্ত দেশে ফিরিয়েছে ৩৫ হাজার ৪৩৭ জন, সৌদি এয়ারলাইন্স ২৭ হাজার ৮১ জন, আর ফ্লাইনাস এয়ারলাইন্স ১১ হাজার ৬৯০ জন হাজিকে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরেছেন ৬২৯২ জন। এ পর্যন্ত ২১০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদি এয়ারলাইন্স ৭৫টি এবং ফ্লাইনাস ৩৩টি ফ্লাইট পরিচালনা করেছে।
এ বছর হজ পালনের সময় ৪৪ জন বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী।
হজযাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে গিয়েছে ৩১ মে। এবারের হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।
বাংলাদেশের হাজিদের নিরাপদ ও সুস্থভাবে দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।