| ১২ জুলাই ২০২৫
শিরোনাম:

জামিনের পর ফিরলেন নুসরাত ফারিয়া ওটিটিতে মুক্তি পেল ‘জ্বীন-৩’

জামিনের পর ফিরলেন নুসরাত ফারিয়া ওটিটিতে মুক্তি পেল ‘জ্বীন-৩’

নুসরাত ফারিয়া : ছবি-সংগৃহীত

গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার পর কারাগারে যেতে হয়েছিল দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। পরে জামিনে মুক্তি পান এই অভিনেত্রী। মুক্তির পর বেশ কিছুদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নীরব ছিলেন তিনি। ভক্তদের জানিয়েছিলেন, তিনি শারীরিকভাবে গুরুতর অসুস্থ ছিলেন। তবে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি এবং আবারও সক্রিয় হচ্ছেন অনলাইনে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে নতুন সিনেমা নিয়ে পোস্ট করেছেন ফারিয়া। ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তাঁর নতুন সিনেমা ‘জ্বীন-৩’ এবার মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমার পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘অন্ধকারে লুকিয়ে আছে এক ভয়ংকর সত্য। ‘জ্বীন-৩’ থেকে এবার কেউ রেহাই পাবে না।’

পোস্টে তিনি আরও উল্লেখ করেছেন, ‘৮ জুলাই বিকাল ৩টা, বিশ্বব্যাপী ডিজিটাল মুক্তি।’

নুসরাত ফারিয়ার পোস্টে অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন এবং সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। কেউ লিখেছেন, ‘অসাধারণ এক ভয়ংকর থ্রিলার উপহার দিলেন আপনি।’ কেউ লিখেছেন, ‘খুব সুন্দর হয়েছে, শুভ কামনা রইল।’

‘জ্বীন’ ও ‘জ্বীন-২’র সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘জ্বীন-৩’। কামরুজ্জামান রোমান পরিচালিত এ সিনেমাটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি। এতে নুসরাত ফারিয়ার পাশাপাশি অভিনয় করেছেন সজল, নাদের চৌধুরী, তানিয়া আহমেদ, মোস্তফা হীরা প্রমুখ।

দর্শকদের প্রত্যাশা—কারাগার ও অসুস্থতা পেরিয়ে নতুন সিনেমার মাধ্যমে আবারও রূপালি পর্দায় আলো ছড়াবেন নুসরাত ফারিয়া।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীর হাতে ফিলিস্তিনি-মার্কিন যুবক নি’হত

জামিনের পর ফিরলেন নুসরাত ফারিয়া ওটিটিতে মুক্তি পেল ‘জ্বীন-৩’

ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় এক ফিলিস্তিনি-মার্কিন যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। নিহত ওই যুবকের নাম সাইফ আল-দিন কামেল আবদুল করিম মুসাল্লাত। তার বয়স বিশের কোঠায়।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় রামাল্লার উত্তরের সিনজিল শহরে বসতি স্থাপনকারীদের হামলায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত মুসাল্লাত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পার বাসিন্দা ছিলেন। তিনি কিছুদিনের জন্য ফিলিস্তিনে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তার কাজিন ফাতমা মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘‘তিনি একেবারেই নিরস্ত্র ছিলেন, অথচ নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।’’

ওয়াশিংটন পোস্টের খবর অনুযায়ী, নিহতের পরিবারের উদ্ধৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাই তাকে হত্যা করেছে।

ফিলিস্তিনি এক চিকিৎসা কর্মকর্তা আরও জানিয়েছেন, একই এলাকায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।

এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়াও এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘‘পশ্চিম তীরে এক মার্কিন নাগরিকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে নিহতের পরিবারের গোপনীয়তা রক্ষার্থে বিস্তারিত কিছু বলা হবে না।’’

এদিকে, ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, সিনজিল শহরে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে পাথর ছোড়ার পর বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন ইসরায়েলিও আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ‘অপ্রাণঘাতী অস্ত্র’ ব্যবহার করেছে বলেও দাবি করা হয়েছে।

২০২৩ সালে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

এর আগেও পশ্চিম তীরে ফিলিস্তিনি-মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। সাংবাদিক শিরিন আবু আকলেহ, কিশোর ওমর মোহাম্মদ রাবেয়া এবং মানবাধিকারকর্মী আয়সেনুর ইজগি আয়গিও পশ্চিম তীরে নিহত হয়েছেন।

জাতিসংঘের শীর্ষ আদালত ২০২৩ সালে জানিয়েছিল, পশ্চিম তীরসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি ও অবৈধ বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং সেগুলো যত দ্রুত সম্ভব প্রত্যাহার করা উচিত। তবে ইসরায়েল নিজেদের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার দেখিয়ে সেই অবস্থান মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

এই হত্যাকাণ্ড পশ্চিম তীরের দখল, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের চিত্রকে আরও একবার বিশ্বমঞ্চে সামনে এনেছে।

জোতার মৃ’ত্যুতে শোক লিভারপুলের ২০ নম্বর জার্সি অবসরে

জামিনের পর ফিরলেন নুসরাত ফারিয়া ওটিটিতে মুক্তি পেল ‘জ্বীন-৩’

স্পেনে সড়ক দুর্ঘটনায় লিভারপুল তারকা দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। গত ৩ জুলাই ঘটে যাওয়া মর্মান্তিক এই দুর্ঘটনার পর থেকেই লিভারপুল সমর্থকরা প্রিয় তারকার ২০ নম্বর জার্সিটি চিরতরে অবসরে পাঠানোর দাবি জানিয়ে আসছিলেন।

সমর্থকদের আবেগের প্রতি সম্মান জানিয়ে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ জোতার স্ত্রী রুতে কার্দোসো এবং পরিবারের সঙ্গে আলোচনার পর জোতার জার্সি নম্বরটি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে ক্লাব জানিয়েছে, ‘‘এই সিদ্ধান্ত দিয়োগো জোতার কেবল মাঠের পারফরম্যান্স নয়, ক্লাবের সবার জীবনে তার ব্যক্তিগত প্রভাবকেও স্মরণ করিয়ে দেবে।’’

লিভারপুলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল এডওয়ার্ডস এই সিদ্ধান্তকে ‘একজন অনন্য অসাধারণ ব্যক্তির প্রতি একটি অনন্য শ্রদ্ধা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর মাধ্যমে আমরা এটিকে চিরকালীন করে রাখছি—তাকে কখনো ভোলা যাবে না।’’

জোতার মৃত্যুর পর লিভারপুলের প্রথম ম্যাচ হবে রোববার, যেখানে তারা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়নশিপ দল প্রেস্টন নর্থ এন্ডের বিপক্ষে।

মিটফোর্ডে সোহাগ হ’ত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মা’মলার আশ্বাস আসিফ নজরুলের

জামিনের পর ফিরলেন নুসরাত ফারিয়া ওটিটিতে মুক্তি পেল ‘জ্বীন-৩’

আসিফ নজরুল : ছবি-সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) নৃশংসভাবে হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। শনিবার সকাল ১০টা ৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল লিখেছেন, ‘‘মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এ ঘটনায় জড়িত পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের আওতায় দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।’’

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ব্যস্ত সড়কে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে সোহাগকে পিটিয়ে ও পাথর দিয়ে আঘাত করে মাথা ও শরীর থেঁতলে হত্যা করা হয়। পরে তাঁকে বিবস্ত্র করে মরদেহের ওপর নৃশংসতা চালানো হয়। হত্যাকাণ্ডের ভিডিও ও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিহত সোহাগ একসময় যুবদলের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পরদিন নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫–২০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও র‌্যাবের অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মাহমুদুল হাসান ওরফে মহিন যুবদল নেতা হিসেবে পরিচিত বলে জানা গেছে।

এ ঘটনায় জাতীয়তাবাদী যুবদল তাদের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। বহিষ্কৃতরা হলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-জলবায়ুবিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি। একই সঙ্গে মামলার দুই আসামিকে বহিষ্কার করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলও। বহিষ্কৃতরা হলেন চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস এবং স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে স্বেচ্ছাসেবক কালু।

ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান জানিয়েছেন, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×