ট্যুর দে ফ্রান্সে প্রথম এআই-ডিজাইন হেলমেট উন্মোচন করল আরব আমিরাতের দল

ট্যুর দে ফ্রান্সের মঞ্চে প্রযুক্তি আর খেলাধুলার অনন্য সমন্বয় ঘটাল আরব আমিরাতের সাইক্লিং দল এক্সআরজি। ৮ জুলাই (মঙ্গলবার) রেসের এক পর্যায়ে দলটি উন্মোচন করেছে বিশেষ এক সাইকেল হেলমেট, যা তৈরি হয়েছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে— যা এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম।
হেলমেটটি যৌথভাবে ডিজাইন করেছে আবুধাবিভিত্তিক এআই কোম্পানি জি-৪২ এবং ইতালির নামকরা হেলমেট প্রস্তুতকারক এমইটি হেলমেটস।
জি-৪২ জানিয়েছে, হেলমেটের ডিজাইন করা হয়েছে বাতাসের গতি ও ফাঁকা জায়গার গতিবিদ্যা (অ্যারোডাইনামিক্স) বিশ্লেষণ করে। ফলে একসঙ্গে কার্যকারিতা, নিরাপত্তা এবং নান্দনিকতা নিশ্চিত হয়েছে।
৫ জুলাই শুরু হওয়া ২১ দিনের এই ঐতিহাসিক সাইক্লিং রেস চলবে ২৭ জুলাই পর্যন্ত। এতে অংশ নিচ্ছেন বিশ্বের শীর্ষ সাইক্লিস্টরা।
পারফরম্যান্সের পাশাপাশি গিয়ার ও প্রযুক্তির দিক থেকেও নজর কাড়ছে আরব আমিরাতের দল এক্সআরজি। নতুন হেলমেট উন্মোচনের পাশাপাশি জি-৪২ চালু করেছে একটি আন্তর্জাতিক ডিজাইন প্রতিযোগিতা হেলমেটভার্স। এতে সাধারণ ভক্তরা এআই-এর সাহায্যে নতুন হেলমেট ডিজাইন তৈরি করে হেলমেটভার্স ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। সেখান থেকে ভোটের মাধ্যমে বাছাই হবে সেরা ডিজাইন।