১০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমানের ফল

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
গত ১০ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ মে পর্যন্ত ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৯ লাখের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।
এছাড়া মাদরাসা বোর্ডের অধীনে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নেন।
ফলাফল প্রকাশের দিন থেকেই শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।