রাফাল বিতর্কে চীনের ভূমিকা নিয়ে ফ্রান্সের ক্ষোভ

ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতকে ঘিরে ফ্রান্সের রাফাল যুদ্ধবিমান নিয়ে অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। ফরাসি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, নিজেদের জে-১০সি যুদ্ধবিমানের বিক্রি বাড়াতে এবং বিশ্ববাজারে রাফালের সুনাম ক্ষুণ্ণ করতে বিভিন্ন দেশে চীনা দূতাবাসগুলো গুজব ছড়াচ্ছে।
বার্তাসংস্থা এপি-কে দেয়া এক বিবৃতিতে নাম প্রকাশে অনিচ্ছুক ফরাসি সামরিক কর্মকর্তা জানান, ফ্রান্স থেকে রাফাল কিনতে আগ্রহী দেশগুলোর কাছে চীনা দূতাবাসগুলো অপপ্রচার চালাচ্ছে। তবে বেইজিং এই অভিযোগকে ভিত্তিহীন ও গুজব বলে প্রত্যাখ্যান করেছে।
পাকিস্তানের সাথে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে ভারতের তিনটি রাফাল যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ায় রাফালের নির্মাতা দাসো এভিয়েশনের শেয়ারে বড় ধস নামে। এর বিপরীতে চীনা জে-১০সি যুদ্ধবিমানের শেয়ারের দাম বেড়ে গেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।
এখন পর্যন্ত দাসো এভিয়েশন বিশ্বের বিভিন্ন দেশে ৫৩৩টি রাফাল যুদ্ধবিমান সরবরাহ করেছে। এর মধ্যে ভারত, মিসর, কাতার, গ্রীস, ক্রোয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের কাছে ৩২৩টি রাফাল বিক্রি হয়েছে। মাল্টি-টার্গেটিং সুবিধাসহ উন্নত প্রযুক্তির কারণে যুদ্ধক্ষেত্রে রাফালের সুখ্যাতি বিশ্বজুড়েই ছড়িয়ে পড়েছে বলে দাবি করছে ফ্রান্স।