অনার্স চতুর্থ বর্ষে নকল করলে ৪ বছর বহিষ্কার

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা সামনে রেখে কঠোর সতর্কবার্তা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নকলসহ যেকোনো ধরনের অসদুপায় প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের পাশাপাশি এক থেকে চার বছরের জন্য পরীক্ষা দেওয়ার সুযোগ বাতিল হবে।
শনিবার (৫ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি থাকবে। প্রশ্নফাঁস, নকল, মিথ্যা পরিচয় বা কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষ করে, পরীক্ষার হলে একে অপরের সঙ্গে কথা বলা, অনুমোদিত কাগজপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বহন, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার, ভুয়া রোল নম্বর, উত্তরপত্র পাচার, কক্ষের ভেতর অশোভন আচরণ, ভাঙচুর বা ইনভিজিলেটরের সাথে অসদাচরণ— এসবই শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এমন অপরাধ প্রমাণিত হলে শাস্তি হিসেবে শুধু চলতি বছরের পরীক্ষা নয়, পরবর্তী এক থেকে চার বছর পর্যন্ত পরীক্ষায় অংশ নেওয়ার অধিকারও বাতিল করা হবে।
যে কোনো ধরনের অসদাচরণ রোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে।