পাঁচ বছর পর বিয়ে করব গোপন বিয়ের গুজবে হেসেছি’: তানজিন তিশা

তানজিন তিশা : ছবি-সংগৃহীত
অভিনয় দিয়ে যত না শিরোনামে, তার চেয়ে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে তানজিন তিশা। প্রেম, গোপন বিয়ে আর সন্তান—এসব গুজব তাকে ঘিরে বারবারই ছড়িয়েছে। সম্প্রতি টেক্সাসে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ অনুষ্ঠানে তিশা সরাসরি এসব নিয়ে মুখ খুলেছেন।
জায়েদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে তিশা বলেন, ‘আমি নাকি গোপনে দুটি বিয়ে করেছি, তৃতীয় বিয়ের প্রস্তুতিও চলছে! আমার একটা সন্তানও আছে, যা নাকি দাদির কাছে থাকে। শুনে আমার পরিবার আর আমি হেসেছি।’
তবে বিয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। বলেন, ‘আমি বিয়ে করব ইনশা আল্লাহ। তবে এখনই নয়, আরও পাঁচ বছর সময় লাগবে। পাঁচ বছর পর নিজেকে মা হিসেবেই দেখতে চাই। অনেকেই এমন কথা বলেন না, কিন্তু আমার মনে হয় ব্যক্তিগত জীবনকে অস্বীকার করা যায় না। সবাই বিয়ে করছে, আমাকেও একদিন করতেই হবে।’
অভিনয় জীবনও থেমে নেই তিশার। সম্প্রতি ঘুরে এসে ঢাকায় ফিরেই শুটিংয়ে নেমেছেন তিনি। ভিকি জাহেদ পরিচালিত নতুন নাটক ‘খোয়াবনামা’-তে তিশার সহশিল্পী হিসেবে আছেন তৌসিফ মাহবুব। ঢাকার বিভিন্ন লোকেশনে এরই মধ্যে নাটকের শুটিংও শেষ করেছেন তারা।