ইরান-ইসরায়েল সংঘাতের পর প্রথমবার জনসম্মুখে উপস্থিত খামেনি

আয়াতুল্লাহ_খামেনি : ছবি-সংগৃহীত
ইরান ও ইসরায়েলের ১২ দিনের সংঘাতের পর শনিবার (৫ জুলাই) প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তেহরানের ইমাম খোমেনি মসজিদে পবিত্র আশুরার অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি উপস্থিত হন।
রোববার (৬ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, আয়াতুল্লাহ খামেনি মসজিদের প্রবেশদ্বারে প্রবেশের সময় সেখানে থাকা লোকজন জোরালো স্লোগান দেয়।
গত ১৩ জুন ইসরায়েলি হামলার পর নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন খামেনি। সংঘাত শুরু হওয়ার পর থেকে তিনি অজ্ঞাত স্থান থেকে পূর্বে রেকর্ডকৃত ভিডিওর মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।