পাকিস্তান নিয়ে কারিনা কাপুরের মন্তব্য আবার আলোচনায়

কারিনা কাপুর : ছবি-সংগৃহীত
ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপড়েন নতুন নয়, তবে পেহেলগামের জঙ্গি হামলার পর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কার্যত বন্ধ হয়ে গেছে। বলিউডে পাকিস্তানি শিল্পীদের আসা-যাওয়া এখন নিষিদ্ধ। তবে কয়েক বছর আগেও পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীরা বলিউডে ছিলেন নিয়মিত মুখ, আর শাহরুখ-মাধুরী-কারিনাদের সিনেমা পাকিস্তানে দারুণ জনপ্রিয় ছিল।
এই প্রেক্ষাপটেই ফের আলোচনায় এসেছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের পুরনো মন্তব্য। এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, ‘আমি ক্যারিয়ারের শুরুতেই পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করেছি, তাই আমাকে পাকিস্তানি বলে চালিয়ে দেওয়া যায়!’ তার প্রথম সিনেমা ‘রিফিউজি’-তে এবং পরবর্তী ‘কুরবান’-এও তিনি পাকিস্তানি চরিত্রে অভিনয় করেছেন।
কারিনার সঙ্গে প্রতিবেশী দেশের সম্পর্ক শুধু সিনেমাতেই নয়, বাস্তব জীবনেও আছে সংযোগ। এক অনুষ্ঠানে কারিনা জানান, তার স্বামী সাইফ আলি খানের কিছু আত্মীয় পাকিস্তানে থাকেন এবং প্রায়ই তাকে সেখানে নিমন্ত্রণ জানান। তিনি বলেছিলেন, সুযোগ পেলে পাকিস্তান ভ্রমণ ও শিশুদের শিক্ষা নিয়ে কাজ করতে চান।
কয়েক মাস আগে দুবাইয়ে পাকিস্তানি ডিজাইনার ফারাজ মানানের অনুষ্ঠানে অংশ নেওয়া এবং ফটোশুটও বিতর্ক তুলেছিল। হামলার ঘটনার পর এমন সময় পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে কারিনার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা হয়। তবে এ নিয়ে এখনো সরাসরি মন্তব্য করেননি কারিনা।