ঠিকানার নতুন টক শোতে মা হওয়ার ইচ্ছা জানালেন তানজিন তিশা

তানজিন তিশা : ছবি-সংগৃহীত
নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রবাসী বাংলা গণমাধ্যম ঠিকানা এবার নতুন টক শো নিয়ে হাজির— ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। এই শো’টির নিয়মিত সঞ্চালক হিসেবে আছেন চিত্রনায়ক জায়েদ খান। প্রতি শুক্রবার রাতে ভিন্নধর্মী এই আয়োজন দেখা যাবে পর্দায়।
গতকাল (৪ জুলাই) প্রচারিত হয়েছে এই শো’র প্রথম পর্ব, যেখানে অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। কথোপকথনে তিশা জানিয়েছেন, পাঁচ বছর পর নিজেকে তিনি ‘মা’ হিসেবে দেখতে চান। তিশা বলেন, ‘দেখুন, প্রফেশনাল লাইফের সঙ্গে পার্সোনাল লাইফও গুরুত্বপূর্ণ। লুকিয়ে রাখার কিছু নেই।’
প্রতি সপ্তাহে অনুষ্ঠানটিতে থাকবে তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসী জীবনের গল্প, সামাজিক বাস্তবতা ও নতুন প্রজন্মের ভাবনার প্রতিফলন— যা স্বদেশ ও প্রবাসের দর্শকদের কাছে পৌঁছাবে।