| ৫ জুলাই ২০২৫
শিরোনাম:

শোবিজে বাড়ছে এআই ব্যবহার হু’মকি নয় সম্ভাবনা বলছেন নির্মাতারা

শোবিজে বাড়ছে এআই ব্যবহার হু’মকি নয় সম্ভাবনা বলছেন নির্মাতারা

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে চলছে হুলুস্থুল। বাংলাদেশেও শোবিজ অঙ্গনে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্র নির্মাণে বাড়ছে এর ব্যবহার। নতুন এই প্রযুক্তি হুমকি না সম্ভাবনা—এই নিয়ে ভিন্নমত নয়, বেশিরভাগ নির্মাতাই এটাকে ভবিষ্যতের হাতিয়ার বলেই দেখছেন।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল এরই মধ্যে এআই দিয়ে শর্টফিল্ম ও মিউজিক ভিডিও বানিয়েছেন। তিনি বলেন, “এআই কোনো ম্যাজিক নয়, এটা টুল মাত্র। মেধাবীরা কখনো বেকার হবে না।”

‘ঢাকা অ্যাটাক’-এর দীপঙ্কর দীপনের মতে, “ভবিষ্যতের নির্মাণ হবে মানুষ ও এআই-এর সমন্বয়ে। স্ক্রিপ্ট লেখা থেকে মার্কেটিং—সবই সহজ হবে।”

রাকা নোশিন নাওয়ার বলেন, “এআইয়ে কাজের গতি বেড়েছে। তবে শিখে সঠিকভাবে ব্যবহার করতে হবে।”

‘কারাগার’-এর সৈয়দ আহমেদ শাওকীও মনে করেন, “এআই মানুষের নির্দেশনা ছাড়া কিছু নয়। এটাকে কাজে লাগাতেই হবে।”

হলিউডে এআই নিয়ে বড় আন্দোলন হলেও, বাংলাদেশি নির্মাতারা ঝুঁকির চেয়ে সম্ভাবনাই বেশি দেখছেন।

ইউক্রেনের নিরাপত্তা নিয়ে ট্রাম্প-জেলেনস্কির নতুন উদ্যোগ

শোবিজে বাড়ছে এআই ব্যবহার হু’মকি নয় সম্ভাবনা বলছেন নির্মাতারা

রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ও যৌথভাবে ড্রোন উৎপাদন নিয়ে আলোচনা হয়েছে। জেলেনস্কির দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই আলোচনায় ইউক্রেনের নিরাপত্তা চাহিদা এবং পশ্চিমা সহায়তা অব্যাহত রাখার বিষয়ে বিস্তারিত কথা হয়েছে।

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য ট্রাম্প একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন। দুই নেতা ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও যৌথ অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন।

সম্প্রতি রাশিয়ার টানা হামলা মোকাবিলায় প্যাট্রিয়টসহ উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত সরবরাহের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে এই বৈঠকে।

বৈঠকে পারস্পরিক সরঞ্জাম ক্রয়-বিনিয়োগ, কূটনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে ইউক্রেনের সহযোগিতা নিয়ে কথাও বলেছেন জেলেনস্কি।

এর আগে, ওয়াশিংটন জানিয়েছিল, কিয়েভের জন্য নির্ধারিত কিছু সামরিক সহায়তা মজুদ পরিস্থিতি যাচাই করে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।

বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের আভাস দিচ্ছে। তবে ইউক্রেনের জরুরি নিরাপত্তা চাহিদা মেটাতে পশ্চিমা দেশের সমন্বিত উদ্যোগই এখন প্রধান সমাধান বলে মনে করছেন তারা।

মৌসুমি বৃষ্টিতে ভিজবে বাংলাদেশ আবহাওয়া অফিসের সতর্ক বার্তা

শোবিজে বাড়ছে এআই ব্যবহার হু’মকি নয় সম্ভাবনা বলছেন নির্মাতারা

মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৫ জুলাই) সকালে আগামী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে আছে। ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

এর ফলে শনিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিপাতও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল রবিবার (৬ জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুরের অনেক জায়গায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সোমবার ও মঙ্গলবারও দেশের বেশিরভাগ অঞ্চলে একই রকম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার কিছুটা এলাকা কমলেও বৃষ্টি থামার সম্ভাবনা খুব বেশি নেই।

এদিকে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঢাবি ক্যাম্পাসে ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল’ গ্রাফিতি শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল

শোবিজে বাড়ছে এআই ব্যবহার হু’মকি নয় সম্ভাবনা বলছেন নির্মাতারা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে এক রহস্যময় গ্রাফিতি— ‘স্ফুলিঙ্গ থেকে দাবানল আসছে’ বাক্যটি লাল ও সাদা রঙে স্প্রে করে লিখে রাখা হচ্ছে বিভিন্ন ভবনের দেয়ালে। এই বার্তাটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা জল্পনা-কল্পনা ও কৌতূহল।

শুক্রবার (৪ জুলাই) বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, টিএসসি, মধুর ক্যান্টিন, চারুকলা, কলাভবন, হাজী মুহম্মদ মোহসিন হল, এ এফ রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও জসিমউদ্দিন হলের আশপাশের বিভিন্ন জায়গায় একই লেখাটি দেখা যাচ্ছে।

তবে কে বা কারা এই গ্রাফিতি লিখেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য মেলেনি।

এ নিয়ে ঢাবির শিক্ষার্থী মো. সাকিবুল ইসলাম সোহান সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই স্ফুলিঙ্গ কার? দাবানল কীসের? কেউ কি জানেন এর পেছনের গল্প? নতুন কোনো আন্দোলনের বার্তা, না কি নিছক কারো সৃজনশীল প্রতিবাদ?’

আরেক শিক্ষার্থী আজনিন জামাল চৌধুরী জানান, ‘আমাদের হলের দেয়ালে স্প্রে করতে দেখেছি। জিজ্ঞাসা করেছিলাম, তখন কেউ বলেছিল—জুলাই নিয়ে কোনো বই আসছে।’

কেউ কেউ মনে করছেন, এটি আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ছাত্র সংগঠনের অঘোষিত বার্তা হতে পারে। আবার অনেকেই একে নতুন কোনো সাংস্কৃতিক বা সৃজনশীল প্রতিবাদের ইঙ্গিত হিসেবেও দেখছেন।

তবে কারা এই গ্রাফিতির নেপথ্যে রয়েছে, এটি কোনো সংগঠনের পরিকল্পনা কি না, নাকি একক কারো নিভৃত বার্তা—তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি।

×